লুপ্ত অ-কার; সন্ধির নিয়মে এ-কার বা ও-কারান্ত পদের পরবর্তী অ লুপ্ত হলে মাত্রাহীন হকার ‘ঽ’ রূপ ধারণ করে; তাকে লুপ্ত অ-কার বলে। ‘সোঽহম্’ (সঃ = সো + অহম্ এর অ = ‘ঽ’)। কতিপয় সংস্কৃত শব্দ ব্যতীত বাংলায় এর ব্যবহার নেই।

পূর্ববর্তী নিবন্ধ

শব্দসূত্র