এক এক
—বিণ, কোন কোন। প্রয়োগ— এমন এক একজন লোক আছে ইত্যাদি। ২ একজন একজন; একটি একটি। ৩ ক্রিয়া-বিশেষণ, একে একে; এক একটি করে; একটির পর অন্যটি, একজনের পর আর একজন করে; পরে পরে; ক্রমশঃ। ‘কিন্তু একে একে শুকাইছে ফুল এবে, নিবিছে দেউটী।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।