আলয়অল্প

অল্প

অল্প alpa বিশেষণ, ১ ঈষৎ, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); ২ একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); ৩ লঘু (অল্পপ্রাণ); ৪ অনুদার, হীন (অল্পমতি); ৫ ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। ☐ সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সংস্কৃত √ অল্ + প]। বিশেষ্য, অল্পতা, অল্পত্ব।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র