আলয়অরণ

অরণ

অরণ araṇa বিশেষ্য, ১ সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; ২ সদ্য – উদিত সূর্য; ৩ উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; ৪ রক্তের বর্ণ। ☐ বিশেষণ, রক্তবর্ণবিশিষ্ট; সদ্য-উদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সংস্কৃত √ ঋ + উণ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র