আলয়অন্তর

অন্তর

অন্তর antara বিশেষ্য, ১ হৃদয়, মন (‘অন্তর মম বিকশিত করো’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); ৩ ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); ৪ পার্থক্য, তারতম্য; ৫ ভেদ (মতান্তর); ৬ পরিধান (অন্তরীয়)। ☐ বিশেষণ, ১ (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); ২ আত্মীয় (অন্তরতম)। [সংস্কৃত অন্ত + √ রা + অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র