আলয়অনুরাগ

অনুরাগ

অনুরাগ anu-rāga বিশেষ্য, ১ প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); ২ আদর, সোহাগ; ৩ (অপ্র.) ক্রোধ, বিরক্তি; ৪ (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে ‘অনুরাগ’ বলে (‘সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়’: বিদ্যা)। [সংস্কৃত অনু + √ রন্জ্ + অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র