অখিল [ন = অ (নাই) খিল (শূন্য) যাতে — বহুব্রীহি] বিশেষণ, সকল; সমস্ত। “অখিল জীবের গতি দেব নারায়ণ।”— মহাভারত (কাশীরাম)। “অখিল ব্রহ্মাণ্ডপতি, প্রণমি চরণে তব।”— ব্রহ্মসঙ্গীত। ২ ক্রিয়া-বিশেষণ, সর্ব্বত্র। “অখিল বিখ্যাত কীর্ত্তি।”— ধর্ম মঙ্গল। ৩ বিশেষ্য, বিশ্ব; জগৎ। “মৃদু বহিল সমীর গাহিল অধীর কোকিল, অব্যয়, মোহিয়া।”— বিজয়চন্দ্র মজুমদার। ৪ পৃথিবী [ঘনারাম দাস— ধর্ম্ম মঙ্গল] ৫ আকাঙ্ক্ষা; অভাব; শূন্য। “অকিঞ্চন অনেক অখিল ভরে দি।”— শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য। “বখিল না হয় তায়, অখিল ভরিয়া যায়।”— ঈশ্বরচন্দ্র গুপ্ত।
অখিল akhila বিশেষণ, সমুদয়, সমস্ত, যাবতীয়, নিখিল, সমগ্র (অখিল ভারত)। ☐ বিশেষ্য, বিশ্ব, জগৎ, চরাচর (সমগ্র অখিলে ব্যাপ্ত)। [সংস্কৃত ন+খিল]।