আলয়অকালের পূজা

অকালের পূজা

অকালের পূজা— দেবতাদিগের উত্তরায়ণ (দ্রষ্টব্য) দিন এবং দক্ষিণায়ণ (দ্রষ্টব্য) রাত্রি। সুতরাং আশ্বিন মাস দেবতাদের রাত্রি। রাত্রিতে নিদ্রিতের পূজা অবিধেয়। রামচন্দ্র রাবণ— বধার্থ অপেক্ষা করিতে না পারিয়া, ও শরৎকালই শাস্ত্রমতে যুদ্ধযাত্রার প্রধান সময় বলিয়া আশ্বিন মাসেই দুর্গাপূজা করিয়াছিলেন। দেবতাদের রাত্রি—  কালে এই পূজা অনুষ্ঠিত হয় বলিয়া এই নাম, ও তাই অকাল— বোধন আবশ্যক [চৈত্র মাসের পূজাই (বাসন্তী পূজা) কালের পূজা]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র