ইতর/ (-ত-) [ই (ইচ্ছা) — তৄ (পার হওয়া) + অ (কর্তৃবাচ্য)] সর্বনাম, ইতর লোক। প্রয়োগ— নিতান্তই ইতরের ন্যায় কার্য। বিশেষণ, নীচ; অধম। ২ পামর। ৩ অন্য; ভিন্ন; অপর। প্রয়োগ— বামেতর নয়ন। মানবেতর প্রানী। বিশেষণ, ইতরিয়া [গ্রাম্য কথ্য ইতুরে] ইতর জনোচিত। প্রয়োগ— ইতুরে কাণ্ড। ইতর বিণ. ১ (মূল অর্থে) অন্য, অপর, ভিন্ন (বামেতর); ২ নীচ, অধম (ইতর লোক); ৩ নিম্নশ্রেণীভুক্ত (ইতর প্রাণী)। [সং. √ ই + তর]। বি. ইতরতা।