এলাকা
[আ়রবী ইলাক়া = সম্বন্ধ। গ্রাম্য এলাক্কা, এলেক্কা] বিশেষ্য, সম্পর্ক; সংস্রব; সম্বন্ধ। প্রয়োগ— সে কাহারও এলাকা রাখে না। ‘আমার সহিত এবং আমার ওয়ারীসের সহিত ওই ছোকরার কোন এলাকা নাই।’—দলিল, ১৭৩৫। ২ দখল; অধিকার; আয়ত্ত। প্রয়োগ— এ স্থানটী তাহার এলাকার মধ্যে পড়ে। ৩ সীমা। প্রয়োগ— এ রাজ্যের এলাকা বহুদূর পর্য্যন্ত বিস্তৃত।