আলয়এবে

এবে

এবে

[হিন্দি ‘য়হিবের’ সংক্ষেপে অবহি, অবৈ > বাংলা এবে। পদ্যে। প্রাচীন বাংলা এবেঁ। এবেসি = এখন সে। এবেঁসি = এখনই। এবেঁহো = এখনও। এভোঁ, এভোঁহো = এখনও] অব্যয়, এক্ষণে; এখন; উপস্থিত; এ সময়। ‘ছিল ভিক্ষা তব পদে সফল তা এবে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ‘তেঁই সে রাবণ এবে দুর্ব্বার সমরে স্বজনি।’—ঐ।এ সঙ্কটে; এ দুঃসময়ে; এ আসন্নকালে। ‘এ রণক্ষেত্রে পাইনু কি তোরে, নরাধম? কোথা এবে দেব বজ্রপাণি? —মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ‘মাংস তোর মাংসাহারী জীবে দিব এবে।’—ঐ।অতঃপর। ‘চলি গেল যবে সভ্য সুজন, মুখোমুখী করি বসিলা দুজন, রাজা বলে এবে̣ কাব্য—কূজন আরম্ভ কর কবি!’—রবীন্দ্রনাথ ঠাকুর।অধুনা; আজিকালি। ‘তপে মগ্ন এবে তাপসেন্দ্র, তেঁই, দেব, লঙ্কার এ গতি।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র