আলয়এখন

এখন

এখন

[এ (< এই)—খন (> ক্ষণ)। প্রাকৃত অহুণা (মৃচ্ছ)—পূর্ব বাংলা গ্রাম্য—এহন। প্রাচীন বাংলা—এখণ, এখণে, এখনে] অব্যয়, এসময়। প্রয়োগ— এখন এখান থেকে উঠে যাওয়া ভাল নয়। এখন যাও পরে এস।এ অবস্থায়; এক্ষেত্রে। ‘এখন শ্যাম রাখি কি কুল রাখি গো সই। যদি ত্যজি গো কুল, তবে হাসে গোকুল, যদি রাখি গোকুল, কৃষ্ণে বঞ্চিত হই’—সাতুরায়।এতক্ষণে; এতবিলম্বে। ‘ভাল এলি সকাল বেলা এখন বুঝি ঘুম ভাঙ্গিল, তাই এনেছিস্ সাজিয়ে ডালা।’—গোপাল উড়ে।অসময়ে; যখন প্রয়োজন নাই, তখন; আর এখন। ‘পূজার সময় বয়ে গেছে কাজ কি এখন ফুলমালায়।’—গোপাল উড়ে।সুযোগ হারাবার পর। ‘বিদায় করেছ যারে নয়নজলে, এখন ফিরাবে তারে কিসের ছলে।’ —রবীন্দ্রনাথ ঠাকুর।সম্প্রতি; উপস্থিত। প্রয়োগ— এখন এক রকম চলে যাচ্চে, পরে দেখা যাবে।বর্তমান কালে; এযুগে; অধুনা। ‘ছিল বটে আগে তপস্যার বলে কার্য্যসিদ্ধি হ’ত এ মহীমণ্ডলে, * * এখন সে দিন নাহিক রে আর।’—হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।অন্য কোন সময়; অবসর মত; পরে। প্রয়োগ— সে কথা বলব এখন; তুমি যাও, আমি যাব এখন [এই অর্থে প্রায়; ‘অখন’—সংক্ষেপে খন। তুলনামূলক হিন্দি কহবনু = কহিব এখন = পরে বলিব]আজকাল (ঈর্ষার্থে বা ব্যঙ্গার্থে)। প্রয়োগ— এখন কি আর তার সেদিন আছে, সে এখন গাড়ি ঘোড়া চড়ে বেড়াচ্চে। ১০ অবশেষে। ‘এখন আমার লহ করুণা করে!’—সোনার তরী। ১১ এইবার; এবার। প্রয়োগ— সেবার যে বড় পলাইয়ে ছিলে, এখন? ১২ (এখন) এযাবৎ; এত দিনেও; এ পর্যন্ত। ‘এখন কি ব্রহ্মময়ী হয়নি মা তোর মনের মত।’—মহারাজ রামকৃষ্ণ। ১৩ ইহা সত্ত্বেও; অতঃপর; প্রমাণ পাইয়াও। প্রয়োগ— এখন কি বলতে চাও একাজ তোমার নহে। ১৪ অদ্যাপি; আজিও। ‘এখন এখন প্রাণ সে নামে শিহরে কেন।’—জ্যোতিরিন্দ্র ঠাকুর।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র