একাদশী
[একাদশ + ঈ (প্)] বিশেষ্য, তিথিবিশেষ। ইহা দ্বিবিধ—শুক্লা ও কৃষ্ণা। যে সময়ে সূর্যের দৃষ্টি হতে চন্দ্রের একাদশকলা বহির্গত হয়ে যায়, সেই সময় শুক্লা একাদশী এবং যখন চন্দ্রের একাদশকলা সূর্যের দৃষ্টিপথে প্রবেশ করে তখন চন্দ্রকলার জ্যোতি থাকে না। সেই সময়ে কৃষ্ণাএকাদশী হয়। ‘একাদশী ব্রহ্মচর্য্য ব্রত বিধবার।’—কুঙ্কুম৽। ২ হরিবাসর; হরিদিন [দ্রষ্টব্য—মাসাদি ভেদে একাদশীর বিভিন্ন নাম আছে। যথা—
শুক্লাএকাদশীর নাম | কৃষ্ণাএকদশীর নাম | |
বৈশাখ | মোহিনী | বরূথিনী |
জ্যৈষ্ঠ | নির্জলা | অপরা |
আষাঢ় | পদ্মা | যোগিনী |
শ্রাবণ | পুত্রদা | কামিকা |
ভাদ্র | বামনা | অজা |
আশ্বিন | পাপাঙ্কুশা | ইন্দিরা |
কার্ত্তিক | প্রবোধিনী | রমা |
অগ্রহায়ণ | মোক্ষা | উৎপলা |
পৌষ | পুত্রদা | সকলা |
মাঘ | জয়া | ষট্তিলা |
ফাল্গুন | আমর্দকী | বিজয়া |
চৈত্র | কামদা | পাপমোচনী |
মলমাস | সুভদ্রা | কমলা] |