একাএকী
[এক + আকিন্ (অসহায়ার্থে) = একাকিন্ প্রথমা একবচন। হিন্দি একাএক] বিশেষণ, যার সঙ্গে কেহ নাই; নিঃসঙ্গ; অনন্যসহায়; একক; একলা। ২ ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ৩ আপনা আপনি; একলা বা নিঃসঙ্গ হইয়া [এই অর্থে—একাএকী। ‘একাএকী অশ্ব চড়ি চলি গেলা বন।’ —চণ্ডীকাব্য (ভবানী)] স্ত্রীলিঙ্গ, একাকিনী— অসহায়া-স্ত্রী।