একদিন
—কোন এক দিবস; একদা। ২ একবার; এক সময়। ৩ যুগ; কাল। ‘সে একদিন ছিল এখন আর তা দেখতে পাবে নায়।’ সে একদিন গেছে। ৪ মৃত্যুদিন; একদিনের মত আয়ু; বাঁচিয়া থাকা। ‘ফের যদি * * আমার বাড়ীমুখো হবে তা’হলে আমারই একদিন কি ওরই একদিন।’—বঙ্গবাণী, ১৩৩৪। ৫ নিশ্চয় এক দিবস বা সময়। এই অর্থে ‘একদিন-না-একদিন’। ‘অনুশীলন করিলে একদিন না একদিন কবির চেষ্টা সফল হবে।’—সম্মিলনী।