একছোট
একছুট [এক + ছুট (দৌড়)] বিশেষ্য, লম্বা দৌড়, বাধারহিত দৌড়ান। ২ [ছুট (ইংরেজি—suit; a set) = সাট—a set of clothes.] বিশেষ্য, এক প্রস্থ বস্ত্র; এক সাট পোষাক বা পরিচ্ছদ। ৩ [এক + সূত (সূত্র)] একবস্ত্র; ধুতি সাড়ী ইত্যাদির একখানি মাত্র; ধুতি এবং উড়ানী বা চাদরের মধ্যে কেবল ধূতিকেই বুঝায়। ৪ [শেষ পর্যন্ত অতিদ্রুততাব্যঞ্জক অর্থে এক] একদৌড়। বিশেষণ, উত্তরীয়বিহীন। ক্রিয়া-বিশেষণ, একছুটে, একছোটে।