এককলসী দুধে এক ফোঁটা চোনা দেওয়া
— [বাগধারা] এক বিন্দু চোনা স্পর্শে যেমন সমস্ত দুধ নষ্ট হয় তদ্রূপ এক দোষে সকল গুণ নষ্ট করা। ২ আগাগোড়া ভাল আচরণ করিয়া সর্বশেষে সামান্য কুব্যবহার করিয়া নিন্দার্হ হওয়া। ৩ কার্য প্রায় সুসস্পন্ন করে এনে সামান্য কারণে সমস্ত পণ্ড করে ফেলা। ৪ শেষরক্ষা না করা।