আলয়এককলসী দুধে এক ফোঁটা চোনা

এককলসী দুধে এক ফোঁটা চোনা

এককলসী দুধে এক ফোঁটা চোনা দেওয়া

— [বাগধারা] এক বিন্দু চোনা স্পর্শে যেমন সমস্ত দুধ নষ্ট হয় তদ্রূপ এক দোষে সকল গুণ নষ্ট করা। আগাগোড়া ভাল আচরণ করিয়া সর্বশেষে সামান্য কুব্যবহার করিয়া নিন্দার্হ হওয়া। কার্য প্রায় সুসস্পন্ন করে এনে সামান্য কারণে সমস্ত পণ্ড করে ফেলা। শেষরক্ষা না করা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র