ইমান/ ঈমান [আরবী ঈ়মান] বিশেষ্য, ধর্ম; বিশ্বাস। ‘আল্লাহ্ তা’লা ব্যতীত কেহ একদণ্ডের (আরাধনার) যোগ্য নয় ও মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর শেষ নবী ও রাসূল এই কথা বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কার্যে পরিণত করার নাম ঈমান। ২ বিবেক। ইমান বি. ১ ধর্মবিশ্বাস; ২ বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]।