ইন্দ্রপ্রস্থ/ [ইন্দ্র (দেবরাজ, রাজা)-প্রস্থ (যে স্থানে প্রভুত্ব করে)। যেখানে ইন্দ্র আধিপত্য করিয়াছিলেন (বহুব্রীহি)। হিন্দি ইন্দর্পৎ] বিশেষ্য, পর্থনগর; যুধিষ্ঠিরের স্থাপিত নগর; প্রাচীন দিল্লী (ইহা দিল্লী ও কুতবের মধ্যে ছিল। ইন্দ্রপ্রস্থ যমুনার বাম উপকূলবর্তী ছিল, দিল্লী যমুনার দক্ষিণ কূলবর্তী। পাণ্ডবগণের রাজধানী। ক্রমে ‘পার্থনগর’ বিভিন্ন সময়ে ‘হরিপ্রস্থ,’ ‘শত্রুপ্রস্থ’, ‘পিথরা-কোট’ বা ‘কোটপিথোরা’, ‘কিলা আলাই,’ ‘দিল্লী’, ‘তোগলক্- আবাদ,’ ‘ফিরোজাবাদ’ ও ‘শাহাজহাঁবাদ’ নামে অভিহিত হয়)।