অনুপাত anu-pāta বিশেষ্য, ১ (গণিত) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ২ এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বিশ্ববিদ্যালয় পরিভাষা); ৩ হিসাব; ৪ হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সংস্কৃত অনু + √ পৎ + অ]।