আলয়অগ্নীধ্র

অগ্নীধ্র

অগ্নীধ্র [অগ্নি— ইধ্র (ইন্ধ্ = দীপ্ত করা + র— রক্ (কর্তৃবাচ্যে)। ন্— লোপ, যে দীপ্ত করে)— যে অগ্নিকে দীপ্ত করে— উপপদ সমাস] বিশেষ্য, যজ্ঞীয় অগ্নিরক্ষায় নিযুক্ত ব্রাহ্মণ; কর্ম্মাগ্নিরক্ষক ঋত্বিক্ বিশেষ। ২ প্রিয়ব্রত রাজার জ্যেষ্ঠপুত্ত্র; (কাম্যার গর্ভজাত)। “ইনি জম্বুদ্বীপের অধিপতি ছিলেন। পূর্ব্বচিত্তী নাম্নী অপ্সরাকে বিবাহ করেন। তৎপুত্র নাভি, কিম্পুরুষ, হরি, ইলাবৃত, রম্যক, হিরণ্ময়, কুরু, ভদ্রাশ্ব ও কেতুমাল জম্বুদ্বীপকে নববর্ষে বিভক্ত করিয়াছিলেন।”— ভারতকোষ। স্ত্রীলিঙ্গ অগ্নিধ্রা— অগ্নিমন্থন; ঘৃতাহুতির পর অগ্নিজ্বালন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র