আলয়অগ্নিগর্ভ

অগ্নিগর্ভ

অগ্নিগর্ভ [অগ্নি গর্ভে যার, গর্ভদেশ যার অগ্নির ন্যায় জারক— বহুব্রীহি] বিশেষ্য, অগ্নিজার নামক পশ্চিম সমুদ্রজাত উত্তেজক গুণবিশিষ্ট বৃক্ষ। ২ ভেলা [অগ্নিজ দ্রষ্টব্য] ৩ [অগ্নি গর্ভে যার] সূর্য্যকান্তমণি; আতসী কাচ lens. স্ত্রীলিঙ্গ, অগ্নিগর্ভা।— বিশেষ্য, শমীবৃক্ষ (এই বৃক্ষের মধ্যে অগ্নি লুক্কায়িত ছিলেন); সাঁই গাছ Acacia suma. বাবলা গাছ Acacia tree. বিশেষণ, যার ভিতর অগ্নি আছে।

অগ্নিগর্ভ বিশেষণ, অভ্যন্তরে আগুন আছে এমন; (আলংকরিক) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র