আলয়অগ্নিকুমার

অগ্নিকুমার

অগ্নিকুমার [অগ্নি (র) কুমার— ষষ্ঠী তৎপুরুষ সমাস)। একদা বশিষ্ঠাদি— সপ্তঋষিপত্নী অরূন্ধতী ইত্যাদির রূপলাবণ্য দর্শনে অগ্নিদেবের চিত্তবিকার উপস্থিত হইলে অগ্নি-পত্নী দক্ষ-দুহিতা স্বাহা অরুন্ধূতী ব্যতীত অপর ছয় ঋষি-পত্নীর রূপ ধারণ পূর্ব্বক তাঁর সহিত ছয়বার বিহার করেন এবং অগ্নিরেতঃ কাঞ্চন কুণ্ডে নিক্ষেপ করেন, তা হতে কার্ত্তিকেয়ের জন্ম হয় বলিয়া তিনি অগ্নিকুমার। মতান্তরে শিব তারকাসুর বধের জন্য অগ্নিতে স্বীয় বীর্য্য নিক্ষেপ করাতে ইনি উৎপন্ন হন বলিয়া অগ্নিভূ বা অগ্নিকুমার] বিশেষ্য, কার্ত্তিকেয়।

অগ্নিকুমার বিশেষ্য, কার্তিকেয়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র