অখাত [ন = অ— খন্ (খোঁড়া) + ত (কর্মবাচ্যে)। যা খনিত নহে] বিশেষ্য, দেবখাত; স্বাভাবিক খাত। ২ বিশেষণ, অখনিত। ৩ [ভূগোলে] উপসাগর; সমুদ্রাংশ।
অখাত akhāta বিশেষণ, (হ্রদ প্রভৃতি জলাশয়াদি সম্বন্ধে) খনন করা হয়নি বা খনন করে সৃষ্টি হয়নি এমন, স্বাভাবিকভাবে সৃষ্ট (অখাত হ্রদ)। [সংস্কৃত ন+খাত]।