অখণ্ড [ন = অ-খণ্ড (অংশ; ভাগ)। যার অংশ নাই— বহুব্রীহি] বিশেষণ, খণ্ডহীন; যা খণ্ড করা নয়; পূর্ণ; সমগ্র; গোটা; আস্ত; অভগ্ন। ২ অক্ষত; নিখুঁত। ৩ অবিভক্ত; পূর্ব্ববৎস্থায়ী; যার হ্রাস হয় নাই; যা খর্ব্ব করা হয় নাই; অক্ষুণ্ণ। প্রয়োগ— অখণ্ড প্রতাপ। বিশেষ্য, অখণ্ডতা, অখণ্ডত্ব।
অখণ্ড akhaṇḍa বিশেষণ, ১ খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরিভাষা); ২ অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); ৩ ঘন (অখণ্ড ‘পীযূষধারা’: বা. ঘো.); ৪ পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [সংস্কৃত ন+খণ্ড]। বিশেষ্য, অখণ্ডতা (আঞ্চলিক অখণ্ডতা)।