অকিঞ্চিৎ, অকিঞ্চিৎকর akiñcit, akiñcit-kara বিণ. যৎসামান্য, তুচ্ছ, নগন্য, যাতে কিছুই হয় না (তাঁর বক্তব্যের সমর্থনে যে যুক্তি তিনি উপস্হিত করেন তা নিতান্তই অকিঞ্চিৎকর)। [সং. ন+কিঞ্চিৎ, কিঞ্চিৎকর]।
অকিঞ্চিৎকর [ন = অ— কিঞ্চিৎ — কর (যে করে)— উপপদ সমাস] বিশেষণ, যাতে কিছুই হয় না। ২ তুচ্ছ। “ধৈর্য্য অবলম্বন করুন, এবং অন্তঃকরণ হইতে অকিঞ্চিৎকর শোককে নিষ্কাশিত করিয়া, রাজকার্য্যে মনোনিবেশ করুন।”— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। “গদ্যময় কাব্যকে আলঙ্কারিকেরা কথা ও আখ্যায়িকা এই দুইভাগে বিভক্ত করিয়া থাকেন। কিন্তু এই দু’য়ের বৈলক্ষণ্য এমন সামান্য যে ইহাদিগের ভাগদ্বয়ে বিভাগ অনাবশ্যক ও অকিঞ্চিৎকর।”— কাব্যনির্ণয়। ৩ সামান্য; অল্প।