আলয়অকষ্টবদ্ধ

অকষ্টবদ্ধ

অকষ্ট-বদ্ধ akaṣṭa-baddha বিণ. অত্যন্ত বিপন্ন, অত্যন্ত বিপদগ্রস্ত। [বাং. অ (যথার্থ বা অত্যন্ত অর্থে) + সং. কষ্ট + বদ্ধ]।

অকষ্টবদ্ধ [অ (অতিরিক্ত) + কষ্ট — বদ্ধ (বন্ধন)] বিশেষ্য, বিষমসঙ্কট; অধিক দুঃখ; যে অবস্থায় নড়িবার পর্য্যন্ত শক্তি থাকে না; অপ্রতিহার্য্য আপদ; উভয় সঙ্কট; যে কষ্ট বা দুঃখের সহজে প্রতিকার হয় না। “পেয়ে বহুকষ্ট, বাহির প্রকোষ্ট, অকষ্ট বদ্ধের ন্যায়”— বাসব দত্তা। বিশেষণ, দুঃস্থ, বিষম সঙ্কটাপন্ন। [তুলনামূলক— সংস্কৃত, “হা কষ্টং বদ্ধঃ”; সংস্কৃত অক (সুখের অভাব)]। অকষ্টবদ্ধতা বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, অকষ্টবদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র