অকষ্ট-কল্পনা akaṣṭa-kalpanā বি. স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা, অনায়াসসাধ্য কল্পনা বা রচনা। [সং. ন+কষ্ট+কল্পনা]।
অকষ্টকল্পনা [অকষ্ট— কল্পনা (কষ্টকল্পনা laboured language, laboured thought নহে)] বিশেষ্য, যে কল্পনা বা রচনা কবির মানস হইতে স্বতঃ উত্থিত বা লেখকের লেখনী হইতে স্বতঃ বিনির্গত হয়; যে রচনার জন্য লেখককে আয়াস স্বীকার করিতে হয় না; অনায়াসসাধ্য কল্পনা; সহজসাধ্য রচনা।