আলয়অঋণী

অঋণী

অঋণী

  • অঋণী
  • ɔrini
  • arini
  • ar̥ṇī

বিশেষণ

  1. যে ঋণী নয়; ঋণশূন্য; যে কারও কিছু ধার করে নি; যার উপস্থিত ঋণ নেই; ঋণমুক্ত; যে ঋণ পরিশোধ করেছে। তুলনামূলক, অনৃণী। ‘অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে’— মহাভারত। ‘অঋণী হইব আমি তোমার বচনে’— শিবায়ন। ‘হরবল্লভ এক্ষণে অঋণী’— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  2. দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ নামক ঋণত্রয় হতে যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎপাদনদ্বারা মুক্ত।
  3. ঋণিভিন্ন।

ব্যুৎপত্তি

সংস্কৃত মূলশব্দ অঋণিন্। অ (না, নয়) + ঋণিন্ (ঋণগ্রস্ত)। ন ঋণী, ন = অ; ঋ-কারের ‘রি’ উচ্চারণ-হেতু নঞ্ স্থানে ‘অ’ (দ্রষ্টব্য অ, ঋ); স্ত্রীলিঙ্গ অঋণিনী।

প্রয়োগ

  1. বিশেষণ— ঋণী নয় এমন। ‘তিনিও মনুষ্য জাতির নিকট অঋণী হইতে পারেন না।’ বঙ্গদর্শন, ১৮৭২।
  2. বিশেষণ— ঋণী নয় এমন। ‘হরবল্লভ এক্ষণে অঋণী’— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  3. বিশেষণ— ঋণী নয় এমন। ‘অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে।’— মহাভারত।
  4. বিশেষণ— ঋণী নয় এমন। ‘অঋণী হইব আমি তোমার বচনে’— রামেশ্বর, শিবায়ন।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র