অঋণী
- অঋণী
- ɔrini
- arini
- ar̥ṇī
বিশেষণ
- যে ঋণী নয়; ঋণশূন্য; যে কারও কিছু ধার করে নি; যার উপস্থিত ঋণ নেই; ঋণমুক্ত; যে ঋণ পরিশোধ করেছে। তুলনামূলক, অনৃণী। ‘অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে’— মহাভারত। ‘অঋণী হইব আমি তোমার বচনে’— শিবায়ন। ‘হরবল্লভ এক্ষণে অঋণী’— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ নামক ঋণত্রয় হতে যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎপাদনদ্বারা মুক্ত।
- ঋণিভিন্ন।
ব্যুৎপত্তি
সংস্কৃত মূলশব্দ অঋণিন্। অ (না, নয়) + ঋণিন্ (ঋণগ্রস্ত)। ন ঋণী, ন = অ; ঋ-কারের ‘রি’ উচ্চারণ-হেতু নঞ্ স্থানে ‘অ’ (দ্রষ্টব্য অ৩, ঋ১); স্ত্রীলিঙ্গ অঋণিনী।
প্রয়োগ
- বিশেষণ— ঋণী নয় এমন। ‘তিনিও মনুষ্য জাতির নিকট অঋণী হইতে পারেন না।’ বঙ্গদর্শন, ১৮৭২।
- বিশেষণ— ঋণী নয় এমন। ‘হরবল্লভ এক্ষণে অঋণী’— বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- বিশেষণ— ঋণী নয় এমন। ‘অঋণী চাপ্রবাসী চ স বারিচর মোদতে।’— মহাভারত।
- বিশেষণ— ঋণী নয় এমন। ‘অঋণী হইব আমি তোমার বচনে’— রামেশ্বর, শিবায়ন।