এডুলিচার বিশুদ্ধজ্ঞান প্রকল্প
মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জ্ঞান লাভ করে, কিন্তু সকল জ্ঞানই বিশুদ্ধজ্ঞান নয়; বরং যে জ্ঞান দ্বারা মানুষ জীবনযাপনকে অর্থপূর্ণ করে গড়ে তোলে, পারিবেশিক পরিবর্তনশীলতার সঙ্গে নিয়ত অভিযোজন করে চলে এবং আত্মাকে পরিশুদ্ধ করে তোলে তাই বিশুদ্ধজ্ঞান। বিশুদ্ধজ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভ, সাহিত্য পাঠ ও সংস্কৃতির পরিচর্যা—এই তিনটি উপাদান অতীব জরুরি। এই কারণে এই তিনটি বিষয়কে উন্মুক্ত ও সহজলভ্য করে সবার জন্য বিশুদ্ধজ্ঞানের প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে ‘এডুলিচার’।