পেট শব্দের নানা অর্থ

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪ @ ১৬:১০

রচয়িতার অন্যান্য রচনা

আজ ‘পেট’ নিয়ে লিখব ঠিক করেছি। পরক্ষণেই মনে হল যে পেটের কথা তো লিখব কিন্ত‍‍ু তা লেখার মতো বিদ্যে আমার পেটে কি আছে? যাই হোক চেষ্টা করতে তো ক্ষতি নেই।

‘পেট’ শব্দের আভিধানিক অর্থ উদর বা জঠর। অর্থাৎ মানুষের বুকের নিচ থেকে কোমরের উপর পর্যন্ত অংশটুকু। আবার শ‍‍ুধু পাকস্থলী বা গর্ভও হতে পারে। অনেক সময় ‘পেট’ বললে মারার অনুজ্ঞাও বোঝায়। তোরা সবাই মিলে বদমায়েশটাকে আচ্ছা করে ‘পেট’। তবে যদি ওর শিক্ষা হয়। শ‍‍ুধু কি তাই? অন্যান্য শব্দের সঙ্‍গে জুড়ে এর কী মানে হতে পারে তা একটু দেখে নেওয়া যাক।

  1. এক পেট — এক পেট খেয়েও খাই খাই করছ কেন? (পেট ভরতি)
  2. কাঁচা পেট — তখন বৌমার কাঁচা পেট। (গর্ভের প্রথমাবস্‍থা)
  3. খালি পেট — খালি পেটে এত পরিশ্রম করা যায় না। (ক্ষুধার্ত অবস্‍থায়)
  4. নাদা পেট — দাদা, তোমার পেটটি নাদা। (ভুঁড়িবিশিষ্ট)
  5. পেট আঁটা — ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে আমার পেট এঁটে গিয়েছে। (কোষ্ঠকাঠিন্য)
  6. পেট কনকন করা/পেট কলকল করা/পেট গ‍ুড়গ‍ুড় করা/পেট ডাকা — (পেটের ব্যথাজনিত পেটে নানা ধরনের আওয়াজ)
  7. পেট কাটা — ডাক্তারবাবু আজই তার পেট কাটবেন। (অস্ত্রোপচার)
  8. পেট কাটা — পেট কাটা ব্লাউজ পরেছ কেন? (পেট দেখা যায় এমন)
  9. পেট কামড়ানো — আমার পেট কামড়াচ্ছে। (পেটের ভিতর যন্ত্রণা)
  10. পেট খসা — সে পেট খসিয়ে এসেছে। (গর্ভপাত)
  11. পেট খারাপ — কদিন ধরেই আমার পেট খারাপ চলছে। (উদরাময়)
  12. পেট গরম — তার পেট গরম হয়েছে। (বদহজম)
  13. পেট চলা — কোনোভাবে তিনটে পেট চলে যাচ্ছে। (খাবার জোগাড় হওয়া)
  14. পেট চালানো — এই আয়ে পেট চালানো মুশকিল। (পেটের খোরাক জোগাড় করা)
  15. পেট চিন চিন করা — তখন থেকে আমার পেট চিন চিন করছে। (পেটের যন্ত্রণা)
  16. পেট চুঁই চুঁই করা — খিদের জ্বালায় পেট চু্ই চুঁই করছে। (প্রচণ্‍ড খিদের অনুভূতি)
  17. পেট চুক্তি — পেট চুক্তিতে আজকাল আর কোনও হোটেলে খাবার পাওয়া যায় না। (পেট না ভরা পর্যন্ত খাবার দেওয়া হবে এমন চুক্তি)
  18. পেট চেরা — পেট চিরে দেখা গেল যে সেখানে এক মারণ রোগ বাসা বেঁধেছে। (অস্ত্রোপচার)
  19. পেট ছেড়ে দেওয়া — অত বেশি খেয়ো না, পেট ছেড়ে দিতে পারে। (পেট খারাপ)
  20. পেট ধরা — ওষুধটা খাওয়ার পর পেট ধরেছে। (পায়খানা বন্‍ধ হওয়া)
  21. পেট পরিষ্কার হওয়া — ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, নিয়মিত পেট পরিষ্কার হয়? (পায়খানা হওয়া)
  22. পেট পাতলা — একথা যখন ওই পেট পাতলা লোকটাকে বলেছ তখন তা নিশ্চয়ই এরই মধ্যে সকলে জেনে গিয়েছে। (মনের কোনে কথা লুকিয়ে রাখতে পারে না যে)
  23. পেট পালা — দুবেলা দশটা করে পেট পালতে হয়। (খাবারের সংস্‍থান করা)
  24. পেট পুজো — পেটে পুজোর ব্যবস্‍থা আছে তো? (আহার)
  25. পেট ফাঁপা — প্রতিদিন বিকেলের দিকেই পেট ফাঁপছে। (পেটে বায়ু জমা)
  26. পেট ভরা — গরিব মানুষ দুই বেলা পেট ভরাতে পারে না। (পূর্ণ আহার)
  27. পেট ভাতা — শ‍ুধু পেট ভাতায় কি আজকাল কোনও বিশ্বাসী লোক পাওয়া যায়? (শ‍ুধু আহারের বিনিময়ে)
  28. পেট মরা — সময়ে না খেলে পেট মরে যেতে পারে। (খিদে হারানো)
  29. পেট মোটা — কলসিটা পেট মোটা হওয়ায় এতে অনেক জল ধরে। (মাঝখানটা বেশি চওড়া)
  30. পেট মোটা — পেট মোটা লোকটা দৌড়তে পারবে না। (ভুঁড়িওয়ালা)
  31. পেট রোগা — ওর ছোটো ছেলেটা বরাবরই পেট রোগা। (প্রায়ই পেটের অসুখে ভোগে)
  32. পেট সর্বস্ব — পেট সর্বস্ব লোক কেবলই খাই খাই করে। (পেটুক)
  33. পেট হওয়া — মেয়েটাকে দেখে মনে হল ওর পেট হয়েছে। (গর্ভবতী)
  34. পেটপোড়া — ও তো তিন সন্তানের মা। এবার ওকে পেটপোড়া দিতেই হবে। (গর্ভনিরোধক ওষুধ)
  35. পেটে আগ‍ুন — আমার পেটে আগ‍ুন জ্বলছে। (অত্যন্ত ক্ষুধার অনুভূতি)
  36. পেটে আসা — ওকে দেখে মনে হচ্ছে ওর পেটে বাচ্চা এসেছে। (গর্ভধারণ)
  37. পেটে আসা — কথাটা পেটে আসছে মুখে আসছে না। (অবচেতন মনে)
  38. পেটে আসা — গত শ্রাবণে তার প্রথম সন্তান পেটে এসেছে। (জন্ম)
  39. পেটে ইঁদুর দৌড়ানো/পেটে ছুঁচোয় ডন দেওয়া — আমার এখন পেটে ইঁদুর দৌড়চ্ছে/পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। (প্রচণ্‍ড খিদের অনুভূতি)
  40. পেটে কালির আঁচড় — ওর পেটে কালির আঁচড় আছে বলে তো মনে হয় না। (শিক্ষা)
  41. পেটে খিদে মুখে লাজ — খেতে দেবার কথা ও মুখ ফুটে বলবে না। ওর পেটে খিদে মুখে লাজ। (প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও প্রকাশ করায় সংকোচ)
  42. পেটে খিল ধরা — হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। (খিচুনি)
  43. পেটে খেলে পিঠে সয় — সে দুকথা শুনিয়েছে বলে মন খারাপ করিস না। মনে রাখিস পেটে খেলে পিঠে সয়। (কিছু পাওয়ার আশায় কষ্ট সহ্য করা)
  44. পেটে থাকা — ওই সময় আমার ছোটো মেয়েটা পেটে ছিল। (গর্ভে থাকা)
  45. পেটে থাকা — কোনও কথা তার পেটে থাকে না। (মনের গোপনে থাকা)
  46. পেটে থাকা — কোনও খাবারই তার পেটে থাকছে না। (হজম হওয়া)
  47. পেটে ধরা — এ কেমন ছেলে পেটে ধরেছি! (গর্ভে ধারণ)
  48. পেটে পেটে — ওর পেটে পেটে শয়তানি। (মনের মধ্যে)
  49. পেটে পোরা — শিগগির পেটে পুরে নে। (গিলে ফেলা)
  50. পেটে প্যা‍ঁচ — ওর পেটে ভীষণ প্যাঁচ। (মনের জটিলতা)
  51. পেটে বিদ্যে থাকা — বিপিনবাবুর পেটে বিদ্যে আছে। (শিক্ষিত)
  52. পেটে বোমা মারলেও ‘ক’ অক্ষর বেরোবে না — ওর পেটে বোমা মারলেও ক অক্ষর বের হবে না। (লেখাপড়া জানে না এমন)
  53. পেটে সওয়া — কুকুরের পেটে ঘি সয় না। (সহ্য হওয়া)
  54. পেটের কথা — ও পেটের কথা ঠিক বের করে নেবে। (মনের গোপন কথা)
  55. পেটের কথা — পেটের কথা পেটেই থাক। (মনের কথা)
  56. পেটের ছেলে — আমার পেটের ছেলে যে শেষ বয়সে আমাকে দেখবে তার কোনও নিশ্চয়তা নেই। (গর্ভজাত ছেলে)
  57. পেটের জ্বালা — পেটের জ্বালা মেটাতে সে ইদানীং ভিক্ষে পর্যন্ত করছে। (খিদের জ্বালা)
  58. পেটের দায় — পেটের দায়ে কি শেষে চুরি করতে হবে? (খিদের তাড়নায়)
  59. পেটের ভাই — ও আমার মায়ের পেটের ভাই। (একই মায়ের পেটে জন্ম)
  60. পেটের ভাত — এই অপমানের পর পেটের ভাত হজম হবে তো? (খাবার)
  61. পেটের ভেতর হাত—পা — ভয়ে আমার পেটের ভিতর হাত—পা সেঁধিয়ে যাচ্ছে। (প্রচণ্‍ড ভয়ের অনুভূতির প্রকাশ)
  62. পেটের শত্র‍ু — ছেলে তো নয়, পেটের শত্র‍ু। (সন্তানই মায়ের দুঃখের কারণ)
  63. ভর পেট — ভর পেট খেয়ে সে এখন হাঁসফাঁস করছে। (পেট ভর্তি)
  64. ভর পেট — ভর পেট নাও খাই, রাজকর দেওয়া চাই। (পেট ভর্তি)
  65. রাক্ষুসে পেট — ওই ছেলে দুটোর রাক্ষুসে পেট, ওদের পেট ভরানো মুশকিল। (বেশি খায় এমন)

অনেক রকম পেটের কথা জড়ো করে রাখলাম হেথা।

স্‌বপন ভট্‌টাচার্য
স্‌বপন ভট্‌টাচার্য
শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক।

সম্পর্কিত নিবন্ধ