গা একটা একাক্ষর শব্দ। এর মানে কী? এক কথায় তা বলা সম্ভব নয়। এই শব্দটার যেমন অনেক মানে হয়, তেমনি আবার অন্য কোনও শব্দের আগে বা পরে জুড়ে দিলে এই শব্দের মানেই বদলে যায়। তাহলে চলুন ‘গা’ শব্দের মানে খোঁজা শুরু করি।
সংস্কৃত গাত্র থেকে যে ‘গা’ শব্দটা এসেছে সাধারণভাবে তার অর্থ শরীর হলেও কখনও কখনও তা শরীরের চামড়াও বোঝাতে পারে। যদি বলা হয়— ‘তার খসখসে গা’ তবে তার অর্থ হবে তার চামড়া খসখসে। অথবা পাহাড়ের গা বেয়ে লোকটা উঠছে (পিঠ বেয়ে)।
‘গা’ একটা অব্যয়। হ্যাঁ গা, কে গা এগুলো সম্বোধনসূচক অব্যয়। আবার ‘গা’ মানে সংগীতের তৃতীয় সুরের নামও হতে পারে। আবার যদি ‘কোমল গা’ বলা হয় তবে তা দ্বিতীয় এবং তৃতীয় সুরের মধ্যবর্তী স্বরও হতে পারে আবার নরম শরীরও বোঝাতে পারে।
‘গা’ কিন্তু আনুজ্ঞাবাচক ক্রিয়াও হতে পারে। ‘তুই একটা গান গা।
‘গা’ শব্দে সুপারির পরিমাণও বোঝাতে পারে। দশটা সুপারিতে এক গা।
এবার অন্য অর্থগুলো দেখে নেওয়া যাক।
- দেওয়ালের গা থেকে পলেস্তারা খসে পড়ছে (পিঠ)।
- গায়ে আমার জোর কমে যাচ্ছে (শরীরে)।
- গায়ে আমার পুলক লাগে (মনে)।
- গা ছমছম করা — আমার গা ছমছম করছে। (ভয় লাগছে)।
- গা কেমন করা — আমার গা কেমন করছে। (অসুস্থ বোধ)।
- গা বমি বমি করা / গা গুলানো / গা পাক দেওয়া — আমার গা বমি বমি করছে / গা গুলোচ্ছে / গা পাক দিচ্ছে। (বমির ভাব)।
- গা গড়িয়ে নেওয়া — একটু গা গড়িয়ে নে। (শুয়ে থাক/বিশ্রাম কর)।
- গা ঝাড়া দেওয়া — সে গা ঝাড়া দিয়ে উঠল। (আলস্য ঝেড়ে ফেলে)।
- গা ঢাকা দেওয়া — চোরটা গা ঢাকা দিয়েছে। (লুকিয়ে আছে)।
- গা করা — একটু গা না করলে কাজটা হবে না। (চেষ্টা)।
- গা করা — আমার কথায় তুমি গা করলে না। (মন দিলে না)।
- গা নাড়া — এবার গা নাড়াও। (শরীর চালাও)।
- গা লাগানো — দয়া করে একটু গা লাগাও। (চেষ্টা)।
- গা পেতে নেওয়া — এই অপমান গা পেতে নিয়ো না। (বিনা প্রতিবাদে মেনে নেওয়া)।
- গা ম্যাজম্যাজ করা — তোমার কি গা ম্যাজম্যাজ করছে? (সামান্য অসুস্থতা)।
- গায়ে ফুঁ দেওয়া — বেশ তো গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ। (দায়িত্ব না নিয়ে আরামে থাকা)।
- গায়ে মাখা — ওদের কথা গায়ে মেখো না। (গ্রাহ্য করা)।
- গা জোরি / গা জুরি / গা জোয়ারি — রাজার পাইকের গা জোয়ারি মেনে নিয়ো না। (জবরদস্তি)।
- গায়ে পড়া — ছেলেটা বড়ো গায়ে পড়া। (অযাচিতভাবে ঘনিষ্ঠ হবার চেষ্টা)।
- গা সহা — এসব কথা আমার গা সয়ে গেছে (অভ্যস্ত হওয়া)।
- গা সহা — শীতে গা সহা গরম জলে স্নান করা ভালো। (যা গায়ে সহ্য হয়)।
- গায়ে লাগা — তোমার এই কথা আমার গায়েই লাগল না (কোন অনুভূতি না হওয়া)।
- গায়ে লাগা — এত খাওয়াচ্ছি তবুও তোমার গায়ে লাগছে না (শরীর ভালো হওয়া)।
- গা থাকা — এই কাজটা করার কোনও গা নেই তোমার (ইচ্ছে)।
- গা করা — মেয়ের বিয়ে নিয়ে তুমি তো গা করছ না (উৎসাহ দেখানো)।
- গা কশকশ করা — এত দাম দিয়ে জিনিসটা কিনে এখন গা কশকশ করছে। (অস্বস্তি)।
- গা নিশপিশ করা — রাগে আমার গা নিশপিশ করছে। (প্রতিশোধ নেবার ইচ্ছা)।
- গা তোলা — অনেকক্ষণ শুয়ে আছ। এবার গা তোল। (উঠে পড়া)।
- গা ঢিশঢিশ করা — আমার গা ঢিশঢিশ করছে। (সামান্য অসুস্থতা)।
- গা জুড়ানো — তোমার কথা শুনে আমার গা জুড়িয়ে গেল। (শান্তি পাওয়া)।
- গা জ্বালা করা — এইসব কথা শুনে আমার গা জ্বালা করছে। (রাগ হওয়া)।
- গা ঝিম ঝিম করা — গতকাল থেকে আমার গা ঝিম ঝিম করছে। (সামান্য অসুস্থতা)।
- গা ভারী হওয়া — আমার গা ভারী হয়েছে। ( সামান্য অসুস্থতা বোধ)।
- গায়ের চামড়া তোলা / গায়ের ছাল তোলা — ছেলেটাকে মেরে গায়ের চামড়া/ছাল তুলে দিয়েছে। (প্রচণ্ড প্রহার)।
- গায়ে থুতু দেওয়া — একথা বললে সকলে গায়ে থুতু দেবে। (ঘৃণা/অবজ্ঞা প্রকাশ করা)।
- গায়ের জ্বালা মেটা — দু কথা শুনিয়ে দেবার পর আমার গায়ের জ্বালা মিটল। (রাগের উপশম)।
- গায়ে দেওয়া — এই জামাটা গায়ে দিয়ে দেখ। (পরিধান করা)।
- গায়ে ফোসকা পড়া — আমার কথা শুনলে কি তোর গায়ে ফোসকা পড়ে? (মনের কষ্ট)।
- গায়ে কাঁটা দেওয়া — সিনেমাটা দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। (ভয় বা আনন্দে রোমাঞ্চ হওয়া)।
- গা ঘামানো — পরীক্ষা এসে গেল, এবার একটু গা ঘামানো যাক। (পরিশ্রম করা)।
- গা ঘামানো — এই বিষয়টা নিয়ে তুমি গা ঘামাচ্ছ বলে হচ্ছে না। (মনোযোগ দেওয়া)।
- গা খসানো — মেয়েটা এর মধ্যে দুবার গা খসিয়েছে। (গর্ভপাত করা)।
- গা-গতর — আমার গা-গতরে ব্যথা। (সারা শরীর)।
- গা গরম — আমার গা গরম হয়েছে। (অল্প জ্বর)।
- গা ঘেঁষা — অত গা ঘেঁষাঘেঁষি করার কী দরকার? (মাখামাখি)।
- গা ছাড়া — তোমার সব বিষয়ে গা ছাড়া ভাব কেন? (উদাসীন)।
- গা ছেড়ে দেওয়া — পাঁচ দিনের জ্বরের পর তার গা ছেড়ে দিয়েছে। (শরীরে কোনও জোর না থাকা)।
- গা ধোওয়া — সকাল থেকে গা ধোওয়া হয়নি। (স্নান করা)।
- গা মোড়া — গা মোড়া দিয়ে উঠে পড়। (আলস্য ভাঙা/আড়মোড়া ভাঙা)।
- গায়ে হাত তোলা — অত বড়ো দাদার গায়ে হাত তুলতে লজ্জা করল না? (মার/প্রহার)।
- গায়ে মাস লাগা — অল্পদিনেই ওর গায়ে মাস লেগেছে। (মোটা হওয়া)।
- গা ঢাকা — নববধূকে গা ঢাকা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। (সর্বাঙ্গ ঢাকা)।
- গা শিরশির করা — শীতের শুরুতেই আমার গা শিরশির করে। (শিহরন)।
- গা রি রি করা — রাগে/ঘৃণায় আমার গা রি রি করছে। (রাগ/ঘৃণার অনুভূতি)।
- গায়ের ঝাল ঝাড়া — ওর বাড়ি গিয়ে কথাগুলো বলে গায়ের ঝাল ঝেড়ে ফেললাম। (রাগের উপশম)।
গা-এর কথা এখানেই শেষ করছি।