সংসদ বাংলা অভিধান প্রথম প্রকাশিত হয় ১৯৫৭ সালে সংসদ বাঙ্গালা অভিধান নামে; এটি শৈলেন্দ্র বিশ্বাসের বিপুল শ্রম ও গভীর নিষ্ঠার ফল। দ্বিতীয় সংস্করণ প্রস্তুত করেন বিশিষ্ট পণ্ডিত অধ্যাপক শশিভূষণ দাশগুপ্ত, অনুরূপ তৃতীয় ও চতুর্থ সংস্করণ প্রস্তুত করেন অধ্যাপক দীনেশচন্দ্র ভট্টাচার্য। ষোল বছর পরে পঞ্চম সংস্করণ প্রস্তুত করেন বিশিষ্ট আভিধানিক অধ্যাপক সুভাষ ভট্টাচার্য।