মূল অভিধানে ছাড় শব্দ-কোষ, পরিশিষ্ট, প্রত্যেক শব্দের উচ্চারণ, স্বত উচ্চার্য্য প্রণালী, বর্ণ, শব্দ, পঙ্ক্তি, পর্য্যায় ইত্যাদি বিন্যাস ও পাঠনির্দ্দেশ, ব্যুৎপত্তি, অর্থ, প্রয়োগ প্রভৃতি নির্দ্দেশ, বাঙ্গালা ও সংস্কৃত নামধাতু ও বাঙ্গালা ধ্বন্যাত্মক (onomatopoetic) শব্দোৎপন্ন ধাত্মর্থ, বাঙ্গালা গ্রন্থাদিতে উল্লিখিত প্রসিদ্ধ স্থানের উচ্চারণসহ ভৌগলিক সংস্থান ও পরিচয় (Indian Gazetter), বাঙ্গালা ভাষায় প্রচলিত সংস্কৃত, হিন্দী ও বৈদেশিক প্রবচন ও শব্দাদির অভিধান, প্রাচীন ও আধুনিক মুদ্রা, পরিমাণ, সংখ্যা ও পরিমাপবাচক শব্দাভিধান, মেট্রিক্ বা ফরাসী দশমিক প্রণালী (Metric system), মুদ্রা বিনিময়ের হার (rate of Exchange), বাঙ্গালা ভাষায় সুপ্রচলিত প্রবাদ বা উল্লেখের সহিত সংসৃষ্ট পৌরাণিক, ঐতিহাসিক ও কাল্পনিক ব্যক্তির নাম, বঙ্গীয় হিন্দু মুসলমান নরনারীর প্রচলিত নাম-সংক্ষেপ ও ডাকনামবোধক শব্দাভিধান এবং বাঙ্গালী মুসলমানদিগের আরবী ও ফারসী নামের বিশুদ্ধ উচ্চারণসঙ্গত বানান ও ব্যুৎপত্তিগত অর্থ, বিবিধ বাঙ্গালা গ্রন্থ-পত্রাদিতে ব্যবহৃত প্রচলিত সংক্ষেপসমূহের (abbreviations) অর্থ, বাঙ্গালা গ্রন্থ-পত্রাদিতে ব্যবহৃত চিহ্ন বা সঙ্কেতের অর্থ, প্রুফ-সংশোধন-প্রণালী ও তাহাতে ব্যবহৃত সঙ্কেত, ছেদাদি ও সঙ্ক্ষেপ, কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্ত্তৃক অনুমোদিত ও প্রকাশিত “বাংলা বানানের নিয়ম (৩য় সংস্করণ, ১৯৩৭)”, প্রতিবর্ণীকরণ (transliteration) প্রণালী ও বিদেশী নামের বিশুদ্ধ উচ্চারণ ও সংক্ষিপ্ততম পরিচয় এবং সংযোজন ও সংশোধন-পত্র-সম্বলিত শব্দাভিধান।