ইস্তিস্

ইস্তিস্/ অব্যয়,  এটা ওটা; অস্হিরতার ভাব; উস্খুস্।

ইস্তিহার

ইস্তিহার/ বিশেষ্য, বিজ্ঞাপন; নোটিস। ইস্তিহার ইস্তাহার দ্রষ্টব্য।

ইস্তিহার-ই-কুর্কী

ইস্তিহার-ই-কুর্কী/ -সম্পত্তি ক্রোককরিবার নুটিস বা বিজ্ঞাপ্তি বা notice of attachment,

ইস্তিহার-ই-নীলাম

ইস্তিহার-ই-নীলাম/ -নিলামের বিজ্ঞাপন বা নুটিস notice of auction-sale.

ইস্তিহারনামা

ইস্তিহারনামা/ - বিজ্ঞাপন advertisement; hand-bill.  ইস্তিহারনামা বিশেষ্য, প্রচারপত্র written proclamation. ২ বিজ্ঞাপন।

ইস্তিহারী

ইস্তিহারী/ বিশেষণ, নিলাম বিক্রয় সম্বন্ধীয়।

ইস্তেমাল

ইস্তেমাল/ বিশেষ্য, ব্যবহার; প্রয়োগ; প্রথা; চলন। ইস্তেমাল ইস্তামাল -এর রূপভেদ।

ইস্ত্রি

ইস্ত্রি/ বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। । ইস্ত্রি বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার...

ইস্ত্রী

ইস্ত্রী/ বিশেষ্য, ধৌত বস্ত্র মসৃণ কঠিন করিবার জন্য লৌহময় যন্ত্রবিশেষ।

ইস্পাত

ইস্পাত/ বিশেষ্য, কার্বনদ্বারা প্রস্তুত লৌহ; পরিষ্কৃত লৌহ; শক্ত বা টান লোহা (ব◦ শ◦ কোষ)। ইস্পাত বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel....

ইস্পাতি

ইস্পাতি/ বিশেষণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।

ইস্পিং

ইস্পিং/ বিশেষ্য, স্হিতি- স্থাপক বস্তু; কুণ্ডলীকৃত লৌহ তার। প্রয়োগ— ঘড়ির ইস্প্রিং। ২ দম।

ইস্পিরিট

ইস্পিরিট/ বিশেষ্য, মদ্যসার।

ইস্পিস

ইস্পিস/ বিশেষ্য, অস্থির; অশান্ত; চঞ্চল। ২ কোন কিছু করিবার জন্য হস্তকণ্ডূয়ন। প্রয়োগ— মন ইশপিশ করা; গা ইশপিশ করা।

ইহ

ইহ/ অব্যয়,  এই স্থানে; এই সময়ে। ২ বিশেষণ, বর্তমান; উপস্হিত। ‘ছাড় ইহ বাত।’-গোবিন্দ◦ কড়চা)। ‘* * আমরা ইহ জীবন সংগ্রামের ব্যাপার করিয়া তুলিব...

ইহকাল

ইহকাল/ বিশেষ্য, জন্মাবধি মৃত্যু পর্য্যন্ত সময়। ২ এজন্ম। ইহকাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।

ইহজগৎ

ইহজগৎ/ বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ইহজগৎ বিশেষ্য, এই পৃথিবী; ইহলোক (দ্রষ্টব্য)।

ইহজন্ম

ইহজন্ম/ বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। ইহজন্ম বিশেষ্য, এই পৃথিবীতে জীবনকাল। ২ মনুষ্য-জন্ম।

ইহজীবন

ইহজীবন/ বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। ইহজীবন বিশেষ্য, এ পৃথিবীতে জীবন ধারণ কাল; এ জন্ম; মানব-জীবন।

ইহবাদ

ইহবাদ/ বিশেষ্য, সংসার বাদ বা ধর্ম্ম। বিশেষণ, ইহবাদী-সংসার বা দেহ বা মায়া বাদী ‘একথা সত্য যে, যে হিন্দু যত শিক্ষিত সে ততই অনাধ্যাত্ম ইহবাদী।’...

ইহলোক

ইহলোক/ বিশেষ্য, এই জগৎ; মনুষ্যলোক। ২ এ জন্ম। ইহলোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।

ইহা

ইহা/ স, এই বস্তু। সম্বন্ধে- ইহার। প্রাদে◦ ঊচ্চারণ ইআর, ইঅর, এয়ার। কলিকাতা অঞ্চলে ‘এর’। মান্যে- ইঁহার। এতেষাম্ >, প্রাকৃ◦ এআণ > ইহান (পদ্মা◦...

ইহাতে

ইহাতে/ অব্যয়,  এই ব্যক্তিতে; এই বস্তুতে; এই বিষয়ে। ২ এই স্থানে বা পাত্রে। ৩ এত- দ্দ্বারা। ৪ এইজন্য ।

ইহুদি

ইহুদি/ বি. হিব্রু জাতি, জু জাতি, jew. ।

ইহুদী

ইহুদী/ বিশেষ্য, হিব্রু; য়িহূদা (Judia) র লোক, জূ jew. স্ত্রীং ইহুদিনী (হি◦- য়িহূদিন্)।

ইহো

সর্বনাম ইহাকে; একে। ‘গোবিন্দ বলিল ইহো না রাখ দুয়ারে।’ —মহাভারত (কাশী)। ব্যুৎপত্তি দেশি।