আঁচড়া-আঁচড়ি

আঁচড়া-আঁচড়ি — বিশেষ্য, নখের আঁচড়ের লড়াই।

আঁচড়ানো

আঁচড়ানো — ক্রিয়া, ১ নখ দিয়ে ক্ষত সৃষ্টি করা; ২ চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। ☐ বিশেষ্য, বিশেষণ, উক্ত দুই অর্থে।

আঁচল

আঁচল — (কাব্যে) আঁচর বিশেষ্য, (প্রধানত) পরিহিত শাড়ি ইত্যাদির প্রান্ত; খুঁট। ।

আঁচলধরা

আঁচলধরা — বিশেষণ, (পুরুষ সম্বন্ধে) রমণীদের (মায়ের বা স্ত্রীর) একান্ত অনুগত।

আঁচলা

আঁচলা — বিশেষ্য, আঁচলের কারুকার্যশোভিত অংশ।

আঁচা

আঁচা — ক্রিয়া, আঁচ করা, আন্দাজ করা, অনুমান করা (ব্যাপারটা আগেই আঁচতে পেরেছিল)। ।

আঁচানো

আঁচানো — ক্রিয়া, বিশেষ্য, কিছু খাওয়ার পর এঁটো মুখ ধোঁয়া; আচমন করা। ☐ বিশেষ্য, মুখ ধোয়া, আচমন ☐ বিশেষণ, মুখ ধোয়া হয়েছে এমন। ।

আঁচিল

আঁচিল — বিশেষ্য, মানুষের চামড়ার উপর ব্রণের মতো ছোট মাংসপিণ্ড; উপমাংস, wart.

আঁজনাই

আঁজনাই — বিশেষ্য, আঞ্জনি; চোখের পাতার ভিতরদিকের ফোঁড়াবিশেষ, sty, stye. ।

আজমীড়

আজমীড় — বিশেষ্য, ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্থানের অন্তর্গত স্থানবিশেষ। ।

আঁজল

আঁজল — আঁজলা ām̐jala, ām̐jalā বিশেষ্য, আঞ্জলি, গণ্ডূষ, হাতের কোষ। ☐ বিশেষণ, অঞ্জলিপরিমাণ। ।

আঁজলা

আঁজলা — আঁজল ām̐jala, ām̐jalā বিশেষ্য, আঞ্জলি, গণ্ডূষ, হাতের কোষ। ☐ বিশেষণ, অঞ্জলিপরিমাণ। ।

আঁজি

আঁজি — বিশেষ্য, ১ রেখা; ডোরা দাগ; ২ কাপড়ে রঙিন সুতোর রেখা, রঙিন ডোরা; ৩ ঘরবাড়ি তৈরির সময় সাজানো ইটের সন্ধিস্থলে রেখার আকারে চুনবালির...

আঁজি ধরানো

আঁজি ধরানো — ক্রিয়া, ইটের সন্ধিস্থলে চুনবালির প্রলেপ জমানো, পয়েন্টিং করা। ☐ বিশেষ্য, উক্ত অর্থে।

আজুরা

আজুরা — বিশেষ্য, বেতন, মজুরি। ।