অক্ষপাঠক

বিশেষ্য বিচারক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (আইন) + পাঠক।

অক্ষপাদ

বিশেষ্য ন্যায়শাস্ত্রপ্রণেতা গৌতম মুনি। চক্রাঙ্গ; চাকার ধুরো। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (জ্ঞান) পাদ (গমন) — যার জ্ঞানেতে গমন — বহুব্রীহি (ব্যাসদেব গৌতমকৃত ন্যায়শাস্ত্রের নিন্দা করলে,...

অক্ষবতী

বিশেষ্য পাশা খেলা। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + বতী (স্ত্রী)।

অক্ষবাট

বিশেষ্য মল্লভূমি; কুস্তির আখড়া। দ্যূতক্রীড়া স্থান; পাশা খেলার আড্ডা; পাশা খেলার স্থান। পাশা খেলার ছক; dice board. gymnasium. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (যুদ্ধ) বাট (স্থান) — ষষ্ঠী তৎপুরুষ...

অক্ষবান্

বিশেষ্য অক্ষযুক্ত। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষবৎ >।

অক্ষবিচলন

বিশেষ্য চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন (পরিভাষা) nutation. ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ + বিচলন।

অক্ষবিৎ

বিশেষ্য ব্যবহার বিৎ; আইনজ্ঞ; উকিল। পাশা খেলায় দক্ষ; দ্যূতজ্ঞ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + বিদ্ — বেত্তা।

অক্ষবিদ্

বিশেষ্য ব্যবহার বিৎ; আইনজ্ঞ; উকিল। পাশা খেলায় দক্ষ; দ্যূতজ্ঞ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + বিদ্ — বেত্তা।

অক্ষবৃত্ত

বিশেষ্য নিরক্ষ বৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্তসমূহ; অক্ষসমান্তরাল; parallel of latitude. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + বৃত্ত।

অক্ষবেত্তা

বিশেষ্য ব্যবহার বিৎ; আইনজ্ঞ; উকিল। পাশা খেলায় দক্ষ; দ্যূতজ্ঞ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + বিদ্ — বেত্তা।

অক্ষম

বিশেষণ ক্ষমতাহীন; শক্তিহীন; দুর্বল। দুর্বল; অসমর্থ। অপটু; অপারগ; অসমর্থ। অযোগ্য; অকৃতী। প্রয়োগ লোকটি রোগে অক্ষম হয়ে পড়েছে। রাজনীতি বিষয়ে বিধিপূর্ব্বক উপদিষ্ট না হইলে রাজকার্য্য নির্ব্বাহে একান্ত অপটু...

অক্ষমতা

বিশেষ্য ক্ষমতাহীনতা; অসামর্থ্য। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষম + ত্ব।

অক্ষমত্ব

বিশেষ্য ক্ষমতাহীনতা; অসামর্থ্য। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষম + ত্ব।

অক্ষমদ

বিশেষ্য পাশা খেলার নেশা। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (পাশা) + মদ (মত্ত)।

অক্ষমা

১ বিশেষণ ক্ষমাহীন; ক্ষমার অভাব; ক্ষমাহীনতা। (অক্ষমের স্ত্রীলিঙ্গ) শক্তিহীনা। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + ক্ষমা। ২ বিশেষণ ক্ষমাশূণ্যতা; ক্রোধ। অসহিষ্ণুতা। ঈর্ষা (ঈর্ষ্যা)। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ...

অক্ষমালা

বিশেষ্য রুদ্রাক্ষমালা। জপমালা। বশিষ্ঠপত্নী অরুন্ধতী। আকাশ মণ্ডলের উত্তরদিকে (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (রুদ্রাক্ষ) মালা; ষষ্ঠী তৎপুরুষ সমাস।

অক্ষয়

বিশেষণ ক্ষয়রহিত; ক্ষয়হীন; অবিনশ্বর; অমর; চিরস্থায়ী; অবিনাশী; সর্ব্বদা বর্ত্তমান। প্রয়োগ— অক্ষয়কীর্ত্তি বা যশ। যা নিঃশেষিত হয় না বা ফুরায় না। প্রয়োগ— অক্ষয় ভাণ্ডার। নিরবছিন্ন।...

অক্ষয়কীর্তি

বিশেষ্য অবিনশ্বর খ্যাতি; অবিনশ্বর যশ; স্থায়ী যশ। বিশেষণ অবিনশ্বর যশসম্পন্ন। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষয় + কীর্ত্তি।

অক্ষয়কীর্ত্তি

বিশেষ্য অবিনশ্বর খ্যাতি; অবিনশ্বর যশ; স্থায়ী যশ। বিশেষণ অবিনশ্বর যশসম্পন্ন। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষয় + কীর্ত্তি।

অক্ষয়কুমার

বিশেষ্য রাবণের জনৈক পুত্র। অক্ষয়কুমার দত্ত (Akshay Kumar Datta; ১৫ জুলাই ১৮২০ - ১৮ মে ১৮৮৬) ছিলেন একজন বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক৷ বাংলা,...

অক্ষয়তা

অক্ষয়তা বিশেষ্য, বিশেষ্য অক্ষয়ত্ব; ক্ষয়রাহিত্য; চিরস্থায়িত্ব, অনন্তত্ব। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + ত্ব।

অক্ষয়তূণ

বিশেষ্য অফুরন্ত তূণ; যে তূণের বাণ কখনও ফুরায় না। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + তূণ।

অক্ষয়তৃতীয়া

বিশেষ্য চান্দ্র-বৈশাখের শুক্লতৃতীয়া; কথিত আছে, এই তিথিতে সত্যযুগের আরম্ভ ও যবের উৎপত্তি হয়। এই তিথিতে কর্মফলের ক্ষয় নেই। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষয় + তৃতীয়া; যে তৃতীয়া...

অক্ষয়ত্ব

বিশেষ্য অক্ষয়তা; ক্ষয়রাহিত্য; চিরস্থায়িত্ব, অনন্তত্ব। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + ত্ব।

অক্ষয়বট

বিশেষ্য প্রয়াগ, ভুবনেশ্বর, গয়া, চন্দ্রনাথ ইত্যাদি তীর্থস্থানে রোপিত বটবৃক্ষ। প্রবাদ আছে, ঐ সকল বৃক্ষমূলে জলসেক করলে এবং ঐ বৃক্ষের পূজা করলে অক্ষয় পূণ্যলাভ হয়।...

অক্ষয়ললিতা

বিশেষ্য স্ত্রীদিগের দ্বারা হরগৌরী পূজা দিবস; সাতই ভাদ্র। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + ললিতা।

অক্ষয়লোক

বিশেষ্য নিত্যধাম; স্বর্গ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় (নিত্য, অনন্ত) + লোক (দেশ, জন্ম ইত্যাদি)।

অক্ষয়স্বর্গ

বিশেষ্য অক্ষয়স্বর্গ-বাস; নিত্য স্বর্গবাস; অনন্ত স্বর্গ। নিত্য স্বর্গবাস ও তার অধিকার। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + স্বর্গ।

অক্ষয়স্বর্গবাস

বিশেষ্য অক্ষয়স্বর্গ; অক্ষয়স্বর্গলোক; নিত্য স্বর্গবাস; অনন্ত স্বর্গ। নিত্য স্বর্গবাস ও তার অধিকার। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + স্বর্গ + বাস।

অক্ষয়স্বর্গলোক

বিশেষ্য অক্ষয়স্বর্গ; অক্ষয়স্বর্গবাস; নিত্য স্বর্গবাস; অনন্ত স্বর্গ। নিত্য স্বর্গবাস ও তার অধিকার। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + স্বর্গ + লোক।

অক্ষয়া

বিশেষ্য বার তিথি ঘটিত যোগ বিশেষ। সোমবারে অমাবস্যা, রবিবারে সপ্তমী, মঙ্গলে চতুর্থী ও বৃহস্পতিতে অষ্টমী তিথি হলে 'অক্ষয়া'। এই যোগে অনুষ্ঠিত কর্মফলের ক্ষয় নেই। যে...

অক্ষয্য

বিশেষ্য (ভাববাচ্যে) অক্ষয়ত্ব। (কর্মবাচ্যে) ঘৃতমধু-যুক্ত জল। বিশেষণ ক্ষয়ের অযোগ্য। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষয় + য (ভাববাচ্যে)। সংস্কৃত, অ + ক্ষি (ক্ষয় পাওয়া) + য (কর্মবাচ্যে)।

অক্ষর

বিশেষ্য যার ক্ষরণ নেই অর্থাৎ ব্রহ্ম; পরমাত্মা। জীবাত্মা। ‘তত্ত্বজ্ঞানবলে যখন জীবাত্মা প্রকৃতিকে ক্ষর ও মহদাদি গুণবিশিষ্ট এবং আপনারে নির্গুণ প্রকৃতি হইতে সম্যক্রূপে পৃথক্ ও পরমাত্মার সহিত...

অক্ষরচুঞ্চু

বিশেষণ লিপিকর্মে নিপূণ; যার হস্তাক্ষর সুন্দর। (লেখা সুন্দরার্থে) সুলেখক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর + চুঞ্চু (খ্যাতার্থে); যে অক্ষর অর্থাৎ বর্ণবিন্যাসদ্বারা খ্যাত।

অক্ষরজননী

বিশেষ্য (বিরল-ব্যবহার) লেখনী; কলম। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর জননী — যা থেকে অক্ষরের উৎপত্তি; ষষ্ঠী তৎপুরুষ সমাস।

অক্ষরজীবক

বিশেষ্য অক্ষরজীবী; লিপিকার; মুদ্রাকর; লেখক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর + জীবক।

অক্ষরজীবি

বিশেষণ অক্ষরজীবী; লিপিকার; মুদ্রাকর; লেখক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর (লিপি) দ্বারা জীবী; অক্ষরদ্বারা যে জীবিকা নির্বাহ করে; তৃতীয়া তৎপুরুষ সমাস

অক্ষরজীবিক

বিশেষণ অক্ষরজীবী; লিপিকর; মুদ্রাকর; মসিজীবী; লেখক; যে লিখে জীবিকা উপার্জন করে। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর (লিপি) জীবিকা (জীবনোপায়) যার; বহুব্রীহি]

অক্ষরজীবী

বিশেষ্য অক্ষরজীবি; লিপিকার; মুদ্রাকর; লেখক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর (লিপি) দ্বারা জীবী; অক্ষরদ্বারা যে জীবিকা নির্বাহ করে; তৃতীয়া তৎপুরুষ সমাস

অক্ষরণ

বিশেষ্য ক্ষরণরাহিত্য; স্রাবরাহিত্য। ব্যুৎপত্তি সংস্কৃত ন = অ + ক্ষরণ।

অক্ষরতূলিকা

বিশেষ্য লেখার তুলি (অক্ষর লিখার জন্য চীনারা ও আরবরা এখনো তুলি ব্যবহার করে; ভারতবর্ষেও এইরূপ লিখনযন্ত্র প্রচলিত ছিল বলে অনুমিত হয়; আরবী ক্যালিগ্রাফি লেখার...

অক্ষরনিবন্ধ

বিশেষণ অক্ষরে প্রকাশিত; লিখিত; কলমবন্ধ; পত্রগত। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর দ্বারা নিবদ্ধ; তৃতীয়া তৎপুরুষ সমাস।

অক্ষরন্যাস

বিশেষ্য লিপি; পত্রিকা। বর্ণ সংস্থাপন, লিখনপ্রণালী। পরিপাটীরূপে অক্ষরপঙ্ক্তি লিখন; কম্পোজিটর দ্বারা অক্ষর বিন্যাস বা সাজানো। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষরের ন্যাস (ক্ষেপণ, সন্নিবেশ) করা হয় যাতে। অক্ষরের ন্যাস; ষষ্ঠী তৎপুরুষ...

অক্ষরপরিচয়

বিশেষ্য অক্ষর জানা বা চেনা; বর্ণজ্ঞান; বর্ণমালাজ্ঞান; বিদ্যারম্ভ (চার বৎসর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়)। প্রথম শিক্ষা; হাতেখড়ি; সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ব্যুৎপত্তি ...

অক্ষরবদ্ধ

বিশেষণ অক্ষরনিবদ্ধ; অক্ষরে প্রকাশিত; লিখিত; কলমবন্ধ; পত্রগত। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর দ্বারা বদ্ধ; তৃতীয়া তৎপুরুষ সমাস।

অক্ষরবিন্যাস

বিশেষ্য সুন্দরভাবে অক্ষর সাজিয়ে লিখন; বর্ণসংস্থাপন; বর্ণবিন্যাস। ‘এ ভুজঙ্গ-নির্ম্মোক নহে, ভুর্জ্জ পত্র গত অক্ষর বিন্যাস।’ — বিক্রমোর্ব্বশী। লিপি; পত্রিকা। বর্ণ সংস্থাপন, লিখনপ্রণালী; বর্ণবিন্যাস প্রণালী। পরিপাটীরূপে অক্ষরপঙ্ক্তি...

অক্ষরবৃত্ত

বিশেষ্য অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। অনুরূপ সংস্কৃত ছন্দবিশেষ। ভাগ সম্বন্ধীয় বিভজনজাত। ‘ধ্বনির গাম্ভীর্য্য এবং বাক্যের সম্প্রসারণ ক্ষমতা ও সুর...

অক্ষরমালা

বিশেষ্য বর্ণমালা; অক্ষরশ্রেণী; alphabet. ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষর + মালা; অক্ষরের মালা — ষষ্ঠী তৎপুরুষ সমাস।

অক্ষরমুখ

১ বিশেষণ অক্ষরজ্ঞ; শাস্ত্রাভিজ্ঞ। বিশেষ্য শিষ্য; ছাত্র। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষর + মুখ; অক্ষর মুখে যার; যার মুখে অক্ষর অর্থাৎ অক্ষরাত্মক শাস্ত্র বা অক্ষরসকল বিদ্যমান আছে — বহুব্রীহি। ২ বিশেষ্য ...

অক্ষরসংস্থান

বিশেষ্য লিখন; লিপি। অক্ষরবিন্যাস; অক্ষর সাজানো, কম্পোজ করা। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর + সংস্থান। অক্ষরের সংস্থান (আকৃতি; স্বরূপ আরোপণ) — ষষ্ঠী তৎপুরুষ সমাস অক্ষরের সংস্থান যাতে — বহুব্রীহি...

অক্ষরান্তর

বিশেষ্য এক ভাষার শব্দে অন্য ভাষার অক্ষর দ্বারা প্রকাশ। বর্ণান্তর; লিপ্যন্তর; transliteration. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষর + অন্তর।

অক্ষরান্তরীকরণ

বিশেষ্য অক্ষর ক্রিয়া; লিপ্যন্তর; transliteration. এক ভাষার শব্দ ভিন্ন ভাষার বর্ণে লিখন। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষর + অন্তর + ঈ + করণ।

অক্ষরুচক

বিশেষ্য সৌবর্চল লবণ। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষর + উচক। (অক্ষর ভুক্তির তিন সংখ্যক অর্থ দেখুন)।

অক্ষরে অক্ষরে

ক্রিয়া-বিশেষণ যথাযথভাবে; হুবহু। (বাগধারা) উপদেশ বা আদেশমত কার্য করা, তার কিঞ্চিন্মাত্রও অন্যথা না করা। ব্যুৎপত্তি অক্ষরে + অক্ষরে।

অক্ষরেখা

বিশেষ্য অক্ষবৃত্ত; নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্তসমূহ; অক্ষসমান্তরাল; parallel of latitude. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + রেখা।

অক্ষশক্তি

বিশেষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis. ব্যুৎপত্তি অংশ২ + গত (প্রাপ্ত)।

অক্ষসমান্তরাল

বিশেষ্য অক্ষবৃত্ত; নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্তসমূহ; parallel of latitude. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + সমান্তরাল।

অক্ষসূত্র

বিশেষ্য জপমালা। ‘একাসনে অনশনে অন্নদার ধ্যান-মনে অক্ষসূত্র কমণ্ডলুধারী।’ — অন্নদামঙ্গল। যে সূত্র বা সুতায় জপমালা গ্রথিত হয়। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + সূত্র; অক্ষ (জপমালা) তার...

অক্ষাগ্র

বিশেষ্য শকটের সম্মুখ ভাগ; চক্রান্ত wheel axle of carriage. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + অগ্র; অক্ষের অগ্র।

অক্ষান্তি

বিশেষ্য অক্ষমা; অসহিষ্ণুতা ঈর্ষা। ব্যুৎপত্তি সংস্কৃত, ন = অ + ক্ষান্তি (ক্ষমা); নঞ্ তৎপুরুষ সমাস।

অক্ষার

বিশেষ্য ক্ষার পদার্থ বা ক্ষার-স্বাদহীন; লবণ রহিত। যাতে ক্ষার পদার্থ নেই বা ক্ষার স্বাদ নেই। ব্যুৎপত্তি সংস্কৃত, ন = অ + ক্ষার।

অক্ষারজল

বিশেষ্য খনিজ লবণাদিশূন্য জল; soft water. ব্যুৎপত্তি সংস্কৃত, ন = অ + ক্ষার + জল।

অক্ষারলবণ

বিশেষ্য ক্ষার পদার্থহীন লবণ; সমুদ্রের জলজাত লবণ; সৈন্ধব লবণ; সৈন্ধবাদি লবন; rocksalt. হবিষ্য দ্রব্য (পিতামাতাদির মরণাশৌচে ব্যবহার্য)। ব্যুৎপত্তি সংস্কৃত, ন = অ + ক্ষার +...

অক্ষাংশ

বিশেষ্য বিষুববৃত্ত থেকে উত্তর কিংবা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্ব, degrees of latitude ডিগ্রি ( ◦ ) degree. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + অংশ; ষষ্ঠী তৎপুরুষ...

অক্ষি

বিশেষ্য চক্ষু; আঁখি; নেত্র; চোখ। (গ্রাম্য) রুদ্রাক্ষ; পদ্মবীজ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + ই; অক্ষ (ব্যাপা + ই (কর্তৃবাচ্যে)— যে রূপকে ব্যাপে। বৌদ্ধ বাংলা প্রাকৃত অখি,...