বাঙ্গালা ভাষার অভিধান ১. ক̆১ —ব্যঞ্জন বর্ণমালার এবং কবর্গের আদ্যবর্ণ (আলিকালি দ্রষ্টব্য)। কণ্ঠ হতে উচ্চার্য্য বলিয়া, কণ্ঠ্যবর্ণ। কণ্ঠ হতে শব্দ বাহির করিবার কালে জিহ্বামূল তালুর...

ক অক্ষর গোমাংস

ক̆ অ̑ক্ষর গোমাংস̆ —বর্ণমালার যা প্রথমবর্ণ অর্থাৎ শিক্ষার সূত্রপাত তাও (গোমাংসের মত) মুখে আনিতে নাই; ‘ক’ অক্ষর গোমাংস তুল্য যার নিকট অস্পৃশ্য, অনুচ্চার্য্য এবং...

ক বলতে হ

বাঙ্গালা ভাষার অভিধান ক̆ ব̑ল্‌তে হ̆ —বর্ণপরিচয়হীন। একবর্ণ উচ্চারণ করিতে অন্য বর্ণ উচ্চারণ করা; এক বলতে আর; মূর্খ অজ্ঞান।

ক-খ

বাঙ্গালা ভাষার অভিধান ক̆-খ̆ বর্ণ মালা; প্রাথমিক পাঠ; লেখাপড়ার সূত্রপাত। প্রয়োগ— এখনও ক খ শেখেনি; ওখানা ‘ক খ’র বই; তাহার ক খ চিন্তেই ত...

কআ

বাঙ্গালা ভাষার অভিধান ১. ˋক̆আ১ বিশেষণ, কচি। ২. ˋক̆আ২, ক̆ওয়া — ক̆হা— বিশেষ্য, উক্তি; কথন বা কহন।

কআন

বাঙ্গালা ভাষার অভিধান ক̆আন̑ ক্রিয়া, কষায় রসযুক্ত করা।

কআল

বাঙ্গালা ভাষার অভিধান ক̆আল, কোআল বিশেষ্য, কপাল।

কই

বাঙ্গালা ভাষার অভিধান ১. ক̑ই১ অব্যয়, কোথায় (শুদ্ধ প্রশ্নে)। প্রয়োগ— বই খানা কই দেখতে পাচ্চি না? ২ কোথায় (নৈরাশ্যের ভাবমিশ্রিত)। “কই গো বৃন্দে সই,...

কো

সংসদ বাংলা অভিধান কো, ক৪ (কাব্যে বা কথ্য) নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর, মিনতিপূর্ণ বা জোরালো করবার জন্য স্বার্থে ব্যবহৃত প্রত্যয়বিশেষ (যেয়ো নাকো, নেইকো)।

কোআল

বাঙ্গালা ভাষার অভিধান কোআল, ক̆আল বিশেষ্য, কপাল।