আগস্ট

আগস্ট — বিশেষ্য, ইংরেজি বৎসরের অষ্টম মাস। ।

আংগা

আংগা — বিশেষ্য, (আঞ্চ.) জামা; ছোট জামা। ।

আঙটা

আঙটা — আংটা বিশেষ্য, ১ আংটির আকারবিশিষ্ট হাতল, কড়া; ২ আগুন রাখার পাত্র। ।

আঙটি

আঙটি — আংটি বিশেষ্য, আঙুলে অলংকাররূপে পরা হয় এমন বলয়; অঙ্গুরীয়। ।

আঙরা

আঙরা — আংরা, বিশেষ্য, ১ জলন্ত অঙ্গার, জলন্ত কয়লা; ২ জলন্ত অঙ্গারের মতো লাল রং। ।

আঙরাখা

আঙরাখা — আংরাখা, বিশেষ্য, চাপকানজাতীয় লম্বা ঝুলের জামাবিশেষ। ।

আঙ্গা

আঙ্গা — বিশেষ্য, (আঞ্চ.) জামা; ছোট জামা। ।

আঁচ

আঁচ১ — আভাস (মনের আঁচ); আন্দাজ, অনুমান, ধারণা (ভবিষ্যৎ ঘটনার আঁচ)। । আচ২ বিশেষ্য, আগুনের আভা; তাপ বা ঝাঁজ (উনুনের আঁচ)। ।

আঁচ দেওয়া

আঁচ দেওয়া — ক্রিয়া, বিশেষ্য, উনুন ধরানো, উনুনে অগ্নিসংযোগ করা।

আঁচড়

আঁচড় — বিশেষ্য, দাগ, অগভীর রেখা; নখের আঘাত; (আলংকরিক) সামান্য চেষ্টা (এক আঁচড়েই বুঝে নিলাম)। ।