অভিষ্যন্দী

অভিষ্যন্দী (-ন্দিন্) বিশেষণ, চুঁইয়ে পড়ছে বা ঝরছে এমন, ক্ষরণশীল; অতিরিক্ত বেড়ে গেছে এমন।

অভিসন্তাপ

অভিসন্তাপ abhi-santāpa বিশেষ্য, গভীর মনস্তাপ, গভীর দুঃখ। ।

অভিসন্ধান

অভিসন্ধান বিশেষ্য, গুপ্ত মতলব; গোপন (অসৎ) অভিপ্রায়; কুমতলব। ।

অভিসন্ধি

অভিসন্ধি abhi-sandhāna, abhi-sandhi বিশেষ্য, গুপ্ত মতলব; গোপন (অসৎ) অভিপ্রায়; কুমতলব। ।

অভিসম্পাত

অভিসম্পাত abhi-sampāta বিশেষ্য, অভিশাপ; অন্যের অনিষ্ট কামনা। ।

অভিসরণ

অভিসরণ abhi-saraṇa বিশেষ্য, অনুসরণ, অনুগমন, পিছন পিছন যাওয়া; অভিসার। ।

অভিসার

অভিসার abhi-sāra বিশেষ্য, (সংস্কৃত সাহিত্যে) পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য নায়ক-নায়িকার কোনো নির্দিষ্ট স্থানে যাওয়া; প্রিয়মিলনের জন্য দুঃখকষ্ট বরণ; (আলংকরিক) কোনো গুপ্ত উদ্দেশ্যে গোপন...

অভিসারক

অভিসারক বিশেষণ, বিশেষ্য, যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভি-সারিকা, অভি-সারিণী।

অভিসারী

অভিসারী (-রিন্) বিশেষণ, বিশেষ্য, যে অভিসার করে; যে এগিয়ে যায় বা অগ্রসর হয় (পর্বতাভিসারী)। স্ত্রী. অভি-সারিকা, অভি-সারিণী।

অভিস্যন্দ

অভিস্যন্দ abhi-ṣyanda, abhi-syanda বিশেষ্য, ১ ফোঁটায় ফোঁটায় পড়া, ক্ষরণ, চুঁইয়ে পড়া; জল ঝরা; জলের ধারা বা প্রবাহ; ২ আধিক্য; লোকসংখ্যার আধিক্য। ।

অভিহত

অভিহত abhi-hata বিশেষণ, ১ আঘাত পেয়েছে এমন, আহত; ২ প্রহৃত; তাড়িত; ৩ পরাজিত; ৪ বিনষ্ট, যাকে নাশ করা হয়েছে। । বিশেষ্য, অভি-ঘাত।

অভিহিত

অভি-হিত abhi-hita বিশেষণ, নামবিশিষ্ট, নামযুক্ত; সংজ্ঞাবিশিষ্ট, সংজ্ঞাপ্রাপ্ত; বলা হয়েছে এমন, উক্ত, কথিত (এই দেশ কলিঙ্গদেশ নামে অভিহিত)। ।

অভী

অভী, অভীক১ abhī, abhīka বিশেষণ, নির্ভীক, ভয়হীন। ।

অভীক

অভীক২ abhīka বিশেষণ, কামুক, লোভী। ।

অভীত

অভীত abhīta বিশেষণ, ভীত নয় এমন, ভয় পায়নি এমন; নির্ভীক। ।

অভীতি

অভীতি বিশেষ্য, নির্ভয়তা, ভয়ের অভাব।

অভীপ্সা

অভীপ্সা abhīpsā বিশেষ্য, একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। ।

অভীপ্সিত

অভীপ্সিত বিশেষণ, একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত।

অভীপ্সু

অভীপ্সু বিশেষণ, একান্তভাবে ইচ্ছু, অভিলাষী।

অভীষ্ট

অভীষ্ট abhīṣṭa বিশেষ্য, ১ আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; ২ আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। ☐ বিশেষণ, আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া...

অভীষ্টসিদ্ধি

অভীষ্টসিদ্ধি বিশেষ্য, আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ।

অভুক্ত

অভুক্ত abhukta বিশেষণ, ১ খায়নি এমন, অনাহারী, উপবাসে রয়েছে এমন (নিজে অভুক্ত থেকেও অতিথিকে আপ্যায়ন করা); ২ খাওয়া হয়নি এমন (অভুক্ত খাদ্য)। ।

অভূত

অভূত abhūta বিশেষণ, হয়নি বা জন্মায়নি এমন; ভূত নয় এমন। ।

অভূতপূর্ব

অভূতপূর্ব বিশেষণ, আগে কখনো ঘটেনি বা হয়নি এমন (অভূতপুর্ব ঘটনা, অভূতপূর্ব সাফল্য)।

অভূষিত

অভূষিত abhūṣita বিশেষণ, অলংকৃত বা সজ্জিত নয় এমন। । স্ত্রী. অভূষিতা।

অভেদ

অভেদ abheda বিশেষ্য, ভেদ পার্থক্য বা তারতম্যের অভাব; অভিন্নতা, ঐক্য (অভেদকল্পনা)। ☐ বিশেষণ, অভিন্ন, সদৃশ, এক রকমের; নির্বিশেষ বা তারতম্যহীন। ।

অভেদাত্মা

অভেদাত্মা বিশেষণ, একাত্মা, এক মন এক প্রাণ এইরকম।

অভেদী

অভেদী (-দিন্) বিশেষণ, ভেদবুদ্ধি নেই এমন, ভেদভাবহীন, সমদর্শী।

অভেদ্য

অভেদ্য বিশেষণ, ১ ভেদ করা বা ছিদ্র করা যায় না এমন; ২ পার্থক্য নির্দেশ করা বা পৃথক করা যায় না এমন; ৩ প্রবেশ করা...

অভোগ্য

অভোগ্য abhogya বিশেষণ, ভোগ করা উচিত নয় বা ভোগ করা যায় না এমন, ভোগের অযোগ্য। ।

অভোজ্য

অভোজ্য abhojya বিশেষণ, ভোজনের অর্থাৎ খাওয়ার অযোগ্য, অখাদ্য (দুর্ভিক্ষের সময় মানুষ অভোজ্য খাদ্যও খেতে বাধ্য হয়)। ।

অভ্যগ্র

অভ্যগ্র abhyagra বিশেষণ, ১ আসন্ন; নিকটবর্তী; সম্মুখবর্তী (‘হে আমার অভ্যগ্র পদধ্বনি’: শরৎ); ২ সদ্য ঘটে গেছে এমন; ৩ অভিনব। ।

অভ্যঙ্গ

অভ্যঙ্গ বিশেষ্য, ১ তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; ২ আভাং। ।

অভ্যঞ্জন

অভ্যঞ্জন abhyaṅga, abhyañjana বিশেষ্য, ১ তেল বা তেলজাতীয় স্নেহপদার্থ দিয়ে মর্দন; তেল মাখা; ২ আভাং। ।

অভ্যন্তর

অভ্যন্তর abhyantara বিশেষ্য, ভিতর, মধ্য; অন্তর, মধ্যবর্তী স্থান (দেশের অভ্যন্তর, গৃহাভ্যন্তর)। ।

অভ্যন্তরীণ

অভ্যন্তরীণ বিশেষণ, অভ্যন্তরে বা ভিতরে আছে এমন, ভিতরের, মানসিক।

অভ্যর্থনা

অভ্যর্থনা সমিতি বিশেষ্য, অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee.

অভ্যর্থনা সভা

অভ্যর্থনা সভা বিশেষ্য, অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee.

অভ্যর্থনা সমিতি

অভ্যর্থনা সমিতি বিশেষ্য, অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee.

অভ্যর্থিত

অভ্যর্থিত বিশেষণ, অভ্যর্থনা করা হয়েছে এমন, সাদরে ও সসম্মানে গৃহীত।

অভ্যর্হণ

অভ্যর্হণ abhyarhaṇa বিশেষণ, ১ সম্মাননা; ২ সংবর্ধনা; ৩ পূজা। ।

অভ্যস্ত

অভ্যস্ত বিশেষণ, অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)।

অভ্যাগত

অভ্যাগত abhyāgata বিশেষণ, অভিমুখে অর্থাৎ কোনো কিছুর দিকে এসেছে এমন; সমীপে আগত; অতিথিরূপে আগত। ☐ বিশেষ্য, অতিথি, নিমন্ত্রিত ব্যাক্তি (অতিথি-অভ্যাগতদের দেখাশুনা করা)। ।

অভ্যাগম

অভ্যাগম বিশেষ্য, সামনে বা কাছে আসা, উপস্থিতি। ।

অভ্যাগমন

অভ্যাগমন বিশেষ্য, সামনে বা কাছে আসা, উপস্থিতি। ।

অভ্যার্হিত

অভ্যার্হিত abhyārhita বিশেষণ, সম্মানিত; সংবর্ধিত; পূজিত। ।

অভ্যাস

অভ্যাস abhyāsa বিশেষ্য, ১ সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা; ২ ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়। ।

অভ্যাসিত

অভ্যাসিত বিশেষণ, অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।

অভ্যাসী

অভ্যাসী (-সিন্) বিশেষণ, অভ্যাসকারী, বারংবার আচরণকরী।

অভ্যাহার

অভ্যাহার abhyāhāra বিশেষ্য, লুন্ঠন, বলপূর্বক হরণ; আক্রমণ, হামলা। ।

অভ্যাহৃত

অভ্যাহৃত বিশেষণ, লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত।

অভ্যুত্থান

অভ্যুত্থান abhyutthāna বিশেষ্য, ১ উত্থান, ওঠা; উন্নতি; উদয় (চেতনার অভ্যুত্থান); ২ বিদ্রোহ (সামরিকবাহিনীর অভ্যুত্থান, সশস্ত্র অভ্যুত্থান)। ।

অভ্যুত্থিত

অভ্যুত্থিত বিশেষণ, উত্থিত, উঠেছে এমন; উদিত।

অভ্যুদয়

অভ্যুদয় abhyudaẏa বিশেষ্য, ১ উদ্ভব; প্রকাশ (‘তিমির বিদার উদার অভ্যুদয়’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ উন্নতি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য; ৩ উৎসব। ।

অভ্যুদাহরণ

অভ্যুদাহরণ abhyudāharaṇa বিশেষ্য, বিরুদ্ধ উদাহরণ, প্রতিকূল দৃষ্টান্ত; বিরুদ্ধপক্ষের যুক্তি বা উদাহরণ। ।

অভ্যুদিত

অভ্যুদিত বিশেষণ, উদিত; প্রকাশিত; অভ্যুত্থান ঘটেছে এমন; অভ্যুদয় ঘটেছে এমন।

অভ্যুপগত

অভ্যুপগত abhyupa.gata বিশেষণ, ১ নিকটে বা কাছে এসেছে এমন, নিকটে আগত; ২ পাওয়া গেছে এমন, প্রাপ্ত; ৩ প্রতিশ্রুতি বা কথা দেওয়া হয়েছে এমন, প্রতিশ্রুতি।...

অভ্যুপায়

অভ্যুপায় abhyupāẏa বিশেষ্য, ১ স্বীকার; প্রতিশ্রুতি, অঙ্গীকার; ২ উপায়। ।

অভ্যুপায়ন

অভ্যুপায়ন বিশেষ্য, উপহার, ভেট।

অভ্যুপেত

অভ্যুপেত abhyupeta বিশেষণ, ১ পাওয়া গেছে এমন, প্রাপ্ত; ২ স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; ৩ কাছে এসেছে এমন, নিকটে আগত। ।

অভ্র

অভ্র বিশেষ্য, ১ আকাশ (অভ্রংলিহ উচ্চতা); ২ মেঘ; ৩ একরম খনিজ ধাতু, mica. ।

অভ্রক

অভ্রক abhraka বিশেষ্য, অভ্রধাতু, অভ্র, আভ। ।

অভ্রচ্ছায়া

অভ্রচ্ছায়া বিশেষ্য, মেঘের ছায়া।

অভ্রনীল

অভ্রনীল বিশেষণ, আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)।

অভ্রপুস্প

অভ্রপুস্প abhrapuspa বিশেষ্য, ১ বেতস গাছ; বেত গাছ; ২ বৃষ্টি; ৩ (আলংকরিক) আকাশকুসুম, অলীক কল্পনা। ।

অভ্রভেদী

অভ্রভেদী (-দিন্) বিশেষণ, আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)।

অভ্রম

অভ্রম abhrama বিশেষ্য, ভ্রমের বা ভুলের অভাব, ভ্রমহীনতা। ।