ইতিহাসজ্ঞ

ইতিহাসজ্ঞ/ (-স-) বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।

ইতিহাসবিৎ

ইতিহাসবিৎ/ বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।

ইতিহাসবেত্তা

ইতিহাসবেত্তা/ বিশেষণ, যে পূর্ববৃত্তান্ত জানে; ইতিহাস শাস্ত্রে যার জ্ঞান আছে; ঐতিহাসিক। বিশেষ্য, পুরাবৃত্তজ্ঞ ব্যক্তি।

ইতু

ইতু/ বিশেষ্য, সূর্যপূজার ঘট; অগ্রহায়ণ মাসে দ্বাদশটি ক্ষুদ্র ঘটে দ্বাদশ সূর্যের পূজা হয়— ইহাই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারের ভোরে শস্য সম্পত্তি...

ইতুনিদকুড়ে

ইতুনিদকুড়ে/ বিশেষণ, দীর্ঘসূত্রী; নিড়বিড়ে।

ইতুপূজা

ইতুপূজা /বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা। ইতুপূজা বিশেষ্য, সূর্যপূজার ঘট; অগ্রহায়ণ মাসে দ্বাদশটি ক্ষুদ্র ঘটে দ্বাদশ সূর্যের পূজা হয়— ইহাই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের...

ইতে

ইতে/ সর্বনাম, ইহাতে। ইতেছে বর্তমান অসমাপিকা-ক্রিয়া, বিভক্তি। প্রয়োগ— করিতেছে, যাইতেছে ইত্যাদি।

ইতোমধ্যে

ইতোমধ্যে/ অব্যয়,  ইহার মধ্যে। আধুনিক বাংলা অশুদ্ধ কিন্তু চলিত রূপ। ইতিমধ্যে (দ্রষ্টব্য)। ইতোমধ্যে -ইতিমধ্যের শুদ্ধ কিন্তু স্বল্পব্যবহৃত রূপ।

ইৎ

ইৎ/ বিশেষ্য, ধাতু ও প্রাতিপদিকের উত্তর বিহিত প্রত্যয় মধ্যস্থ যে বা যে সকল বর্ণ কার্যকালে লোপ পায়। এই লোপ পাওয়াকে ইৎ বলে। যথা—...

ইত্তিলা

ইত্তিলা/ বিশেষ্য, খবর; সংবাদ। ২ বিজ্ঞাপন; নোটিস্। ইত্তিলা এত্তেলা-র রূপভেদ।

ইত্তেলা

ইত্তেলা/ বিশেষ্য, খবর; সংবাদ। ২ বিজ্ঞাপন; নোটিস্। ইত্তেলা এত্তেলা-র রূপভেদ।

ইত্থম্ভূত

ইত্থম্ভূত/ বিশেষণ, এবম্ভূত; ঈদৃশ। ২ এইপ্রকার জাত।

ইত্বর

ইত্বর / বিশেষণ, ইতর। স্ত্রীং ইত্বরী।

ইত্বরী

ইত্বরী/ বিশেষণ, পামরী। ২ অভিসারিকা; অসতী; কুলটা।

ইত্যনুসারে

ইত্যনুসারে/ ক্রিয়া-বিশেষণ, ইহার অনুযায়ী; এইরূপে। ইত্যনুসারে ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। ।

ইত্যবসরে

ইত্যবসরে/ অব্যয়,  এই অবসরে; এই সুযোগে। ইত্যবসরে ক্রি-বিণ. এই সুযোগে, এই ফাঁকে (ইত্যবসরে লোকটা পালিয়ে গেল)। ।

ইত্যাকার

ইত্যাকার/ অব্যয়, এই প্রকার; এবম্প্রকার; এইরূপ। ‘মহারাজ মানসিংহ আপনচিত্তে ইত্যাদি নানা প্রশ্নের পুনঃপুনঃ আন্দোলন করিতে লাগিলেন।’ —নবাবনন্দিনী (দামোদর)। ইত্যাকার বিণ. এই আকারের; এই...

ইত্যাদি

ইত্যাদি/ অব্যয়,  এবং। ২ প্রভূতি; এতৎ প্রভূতি। ৩ ইতর। ‘ইত্যাদি নারীর মায়া নাহি বুঝে নর।’—মহাভারত (কাশী)। ৪ এই প্রকার; এবম্প্রকার। ‘ইত্যাদি অনেক বিধ...

ইত্রামো

ইত্রামো/ ক্রিয়া, ইতরের মত আচরণ করা; নীচ জনোচিত কাজ করা। বিশেষ্য, ইতরামি-ছোট লোকের ব্যবহার; নীচতা; ইতরামি করা।

ইৎসা

ইৎসা/ বিশেষ্য, ইচ্ছা; কামনা। ‘তুমি দেব-দেব হরি, সঙ্গে যুদ্ধ ইৎসা করি, তব অস্ত্রে যেন যায় প্রাণ।’—রামায়ণ (কৃষ্ণদাস)।

ইথে

ইথে/ অব্যয়,  ইহাতে। ‘ইথে নাহি লাজ।’ -বিদ্যাপতি। ২ ইহা; ইহার। ‘ইথে লাগি ধনি কাহে হোয়বি বিমুখ।’ —বিদ্যাপতি। ৩ এইহেতু; এইজন্য (অহস্থাবাচক)। ‘চণ্ডীদাস ইথে...

ইদং

ইদং/ সর্বনাম, ইহা; এই। প্রয়োগ— নিবেদনমিদং।

ইদগা

ইদগা/ বি. মুসলমানরা যেখানে মিলিত হয়ে (ইদের দিনে) নামাজ পড়েন; ইদের প্রার্থনার স্থান। ।

ইদানীং

ইদানীং/ অব্যয়, অধুনা; আজিকালি; সম্প্রতি; এইকালে; এক্ষণে। ইদানীং অব্যয়, ক্রি-বিণ. আজকাল, অধুনা, সম্প্রতি (ইদানীং এখানে মশা বেড়েছে)। ।

ইদানীন্তন

ইদানীন্তন/ বিশেষণ, ইদানীং যা হইয়াছে; অধুনাতন; আধুনিক; বর্তমানকালীন। ২ নব্য। ইদানীন্তন বিণ. ইদানীং হচ্ছে বা চলছে এমন, অধুনাতন, আজকালকার।

ইদাবৎসর

ইদাবৎসর/ বিশেষ্য, ত্রিংশ সূর্যোদয়ে যে মাস হয়, তার দ্বাদশ মাসে এক ইদা বৎসর। ইহা বর্ষ-পঞ্চকের তৃতীয় বর্ষ; ৩৬০ দিনে যে বৎসর।

ইঁদারা

বিশেষ্য কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া। বড় পাকা কুয়ো; বাঁধানো বড় ও গভীর পাতকুয়ো। গভীর গর্ত। ব্যুৎপত্তি সংস্কৃত অন্ধু > হিন্দু ইন্দারা। — বাঙ্গালা ভাষার...

ইদারা

ইদারা/ বিশেষ্য, কৃত্রিম ক্ষুদ্র জলাশয়; কূপ; পাতকূয়া।২ গভীর গর্ত।

ইঁদুর

বিশেষ্য মুষিক; ইঁদুর। উন্দুর দ্রষ্টব্য। লম্বা লেজ ও তীক্ষ্ণ দাঁতওয়ালা এবং বিড়ালের খাদ্য হিসাবে পরিচিত ছোট প্রাণীবিশেষ, মূষিক। ব্যুৎপত্তি সংস্কৃত ইন্দুর। হিন্দি, ওড়িয়া ইন্দুর; মরাঠী...

ইঁদুরকানী

বিশেষ্য ইঁদুরের কানের মত পাতা; জলের পানা; আখুকর্ণী লতা; salivinia cucullata. ব্যুৎপত্তি সংস্কৃত উন্দুরকর্ণী > বাংলা ইঁদুর + কান + ই ।

ইঁদুরজালি

বিশেষ্য যে ফলের কচি অবস্থাতেই ভিতরটা কুরকুটে হয়ে যায়। ব্যুৎপত্তি বাংলা ইঁদুর + জালি (কচি)।

ইদ্দত

ইদ্দত/ বি. (মুস.) বিধবা হওয়ার পরে বা তালাক পাওয়ার পরে যে শাস্ত্রবিহিত সময় পার না হলে মুসলমান স্ত্রীলোকের পুনর্বিবাহ নিষিদ্ধ। ।

ইদ্দৎ

ইদ্দৎ/ যে সময়ের মধ্যে মুসলমান বিধবার শাস্ত্রমতে পুনরায় বিবাহ হয় না।

ইধ্ম

ইধ্ম / বিশেষ্য, জ্বালানি কাষ্ঠ।

ইধ্মবাহ

ইধ্মবাহ/ [ইধ্ম + বাহ (যে বহন করে) তেজস্বী অগস্ত্যনন্দন বাল্যকালেই পিতার আলয়ে অগ্নি-সন্দীপন কাষ্ঠের ভার বহন করিতেন বলিয়া তাঁর এই নাম (মহাভারত) বিশেষ্য, অগস্ত্যের...

ইনকম্‌টেক্স

ইনকম্‌টেক্স/ বিশেষ্য, প্রজার উপার্জনের উপর রাজা যে কর আদায় করেন; আয়কর।

ইনকম্‌ট্যাক্স

ইনকম্‌ট্যাক্স/ বিশেষ্য, প্রজার উপার্জনের উপর রাজা যে কর আদায় করেন; আয়কর।

ইনকাম

ইনকাম/ বি. আয়, রোজগার (আপনার তো ইনকাম ভালোই হচ্ছে আজকাল)। ।

ইনকার

ইনকার/ বি. অস্বীকার, অগ্রাহ্য করা। ।

ইনকিলাব

ইনকিলাব/ বি. বিপ্লব; আমূল পরিবর্তন। ।

ইনকিলাব জিন্দাবাদ

ইনকিলাব জিন্দাবাদ/ বিপ্লব দীর্ঘজীবী হোক।

ইনজিনিয়ার

ইনজিনিয়ার/ -ইঞ্জিনিয়র-এর বানানভেদ।

ইনটরপ্রেটর

ইনটরপ্রেটর/ বিশেষ্য, আদালতে যে কর্মচারী আদালতের কথা বিচারপ্রার্থীকে এবং বিচারপ্রার্থীর কথা আদালতকে ভাষান্তরিত করিয়া জ্ঞাত করেন; দোভাষী।

ইনটারমিডিয়েট

ইনটারমিডিয়েট/ বিশেষ্য, মধ্যপরীক্ষা; ম্যাট্রিক ও বি-এ পরীক্ষার মধ্যবর্তী পরীক্ষা। ‘সে ইনটারমিডিয়েট পাশ করিয়াছে।’ —উত্তরা, ১৩৩৩।