ইঞ্চাক

ইঞ্চাক/ বিশেষ্য, ইচঁলা বা ইচা মাছ; মোচা চিংড়ি; চিংড়ি মাছ।

ইঞ্চি

ইঞ্চি/ বিশেষ্য, ১২ যবোদর পরিমাণ; বুরুল। ইঞ্চি বি. দৈর্ঘ্যের মাপ বা এককবিশেষ; ১ ফুটের ১/১২ অংশ। ।

ইঞ্ছাপ

ইঞ্ছাপ/ ইনসাফ দ্রষ্টব্য।

ইঞ্জিন

ইঞ্জিন বিশেষ্য, বাষ্পীয় শকটাদির কল; বাষ্পীয় যন্ত্র। ২ যুদ্ধে ব্যবহৃত যন্ত্রবিশেষ। ৩ জ্বলন্ত গৃহে জল উত্তোলন বা প্রক্ষেপের যন্ত্রবিশেষ; জল প্রক্ষেপক। ৪ যন্ত্র। ইঞ্জিন...

ইঞ্জিনিয়র

ইঞ্জিনিয়র/ বিশেষ্য, যন্ত্রাধ্যক্ষ; কলপরিচালক। ২ যন্ত্রবিজ্ঞানজ্ঞ। ৩ পূর্তাদি বিদ্যায় পারদর্শী; পূর্তবিভাগীয় প্রধান কর্মচারী। সর্বপ্রধানকে চীফ ইঞ্জিনিয়র (Chief-Engineer) বলে।

ইঞ্জিনিয়ার

ইঞ্জিনিয়ার/ বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। ।

ইঞ্জিনিয়ারিং

ইঞ্জিনিয়ারিং/ বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। ☐ বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত।

ইঞ্জিল

ইঞ্জিল/ বিশেষ্য, মুসলমানী ভাষায় বাইবেলের নাম the new Testament.

ইঞ্জীল

ইঞ্জীল/ বিশেষ্য, মুসলমানী ভাষায় বাইবেলের নাম the new Testament.

ইঁট

বিশেষ্য দগ্ধমৃত্তিকা; যদ্দ্বারা অট্টালিকাদি নির্মিত হয়। ‘ইটের মত শক্ত।’ —দ্বিজেন্দ্রলাল রায়। পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। ...

ইট

বিশেষ্য দগ্ধমৃত্তিকা; যদ্দ্বারা অট্টালিকাদি নির্মিত হয়। ‘ইটের মত শক্ত।’ —দ্বিজেন্দ্রলাল রায়। পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক। ...

ইট কাটান

ইট কাটান/ ইট তৈরী করা।

ইটখোলা

ইটখোলা/ বিশেষ্য, পাঁজা পুড়াইবার মাঠ; পাঁজা খোলা। ইটখোলা বি. যে জায়গায় মাটি কেটে ছাঁচে ফেলা হয় ও সেই পিণ্ড আগুনে পুড়িয়ে শক্ত ইট...

ইটগড়া

ইটগড়া/ ইট তৈয়ার করা।

ইটচূর

ইটচূর/ বিশেষ্য, সুরকী।

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়/ — আঘাত করলে প্রতি আঘাত পেতে হয়; মানুষের স্বভাব এই যে প্রতিশোধ লইতে ছাড়ে না, তারই ভাব। কুব্যবহার করিলে...

ইটন

ইটন/ ক্রিয়া, ইষ্টক নিক্ষেপ করিয়া প্রহার করা; ইষ্টকাঘাত করা।

ইটপাটকেল

ইটপাটকেল /— আস্ত ইট এবং ইটের ভগ্ন খণ্ড। পাটকেল দ্রষ্টব্য। প্রয়োগ— ইট-পাটকেল ছুঁড়িয়া মারা। ইটপাটকেল বি. পুরো বা টুকরো ইট, ইট বা তার টুকরো।

ইটা

ইটা/ বি. ট্যাংরাজাতীয় কিন্তু ট্যাংরার চাইতে বড় আঁশহীন মাছবিশেষ। । ইটা১ ঈটা বিশেষ্য, ট্যাংরার মত কিন্তু বৃহত্তর মৎস্যবিশেষ; silurus acanthius. ‘ইটা দুনিয়ার মিঠা।’...

ইটান

ইটান/ ক্রিয়া, ইষ্টক নিক্ষেপ করিয়া প্রহার করা; ইষ্টকাঘাত করা।

ইঁটানো

ক্রিয়া ইট দ্বারা আঘাত করা; ইট ছুঁড়ে মারা। ব্যুৎপত্তি বাংলা ইট + আনো।

ইটাল

ইটাল/ বিশেষ্য, ইট ।

ইটি

ইটি/ অব্যয়, সম্মুখবর্তী বস্তু বা ব্যক্তি

ইটিসিটি

ইটিসিটি/ এ জিনিষ সে জিনিষ; বাজে বিষয় ব্যাপার বস্তু; বাজে কাজ। ‘লয়ে পুঁথি দু’ চারিটি নেড়ে চেড়ে ইটি সিটি এই মত কাটে দিন...

ইটের গাঁথনি

ইটের গাঁথনি/ একখানির উপর একখানি করে কাদা বা চূণ সুরকী ইত্যাদি মসলা দ্বারা ভিত, দেওয়াল ইত্যাদির গাঁথন।

ইটের পাঁজা

ইটের পাঁজা /— পোড়াবার জন্য রাখা ইটের স্তূপ বা পোড়ানো ইটের স্তূপ।

ইড়কি

ইড়কি/ বিশেষ্য, গুঁতা; ঠোকর; ঘোড়ার পেটে পা বা জুতার কাঁটার আঘাত দিয়া ইসারা করণ। ‘ইড়কি দিতে চলে ইসারাতে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইড়া

ইড়া/ বিশেষ্য, বাণী; সরস্বতী। ২ স্বর্গ। ৩ পৃথিবী। ৪ ধেনু। ৫ ইক্ষ্বাকুকন্যা; বুধপত্নী। ৬ দক্ষকন্যা; কশ্যপপত্নী। ৭ মনুর পত্নী। খণ্ড প্রলয়ের পর ইহাঁর...

ইড়িক

ইড়িক/ বিশেষ্য, গুঁতা; ঠোকর; ঘোড়ার পেটে পা বা জুতার কাঁটার আঘাত দিয়া ইসারা করণ। ‘ইড়কি দিতে চলে ইসারাতে।’ —ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।

ইত

ইত/ বিশেষণ, গত। ২ প্রাপ্ত। ৩ জ্ঞাত। ৪ মুগ্ধ। ৫ বিশেষ্য, প্রত্যয় বিশেষ। যুক্ত এই অর্থে শব্দের উত্তর (অস্ত্যার্থ) ‘ইত’ প্রত্যয়...

ইতঃপর

ইতঃপর/ অব্যয়,  ইহার পর; অতঃপর। ‘ইতঃপর ভেদ দ্বন্দ্ব ছাড়হ সকল।’—অন্নদা মঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর।

ইতঃপূর্বে

ইতঃপূর্বে/ — এর পূর্ববর্তী কালে; এটি যখন হয়নি তখন। ইতঃপূর্বে ইতিপূর্বের শুদ্ধ কিন্তু অপ্র. রূপ।

ইতর

ইতর/ (-ত-) সর্বনাম, ইতর লোক। প্রয়োগ— নিতান্তই ইতরের ন্যায় কার্য। বিশেষণ, নীচ; অধম। ২ পামর। ৩ অন্য; ভিন্ন; অপর। প্রয়োগ— বামেতর নয়ন। মানবেতর...

ইতর ভাষা

ইতর ভাষা/ বি. অপভাষা, অশিষ্ট ভাষা।

ইতরজন

ইতরজন/ বিশেষ্য, নীচলোক; পামর। ২ অন্য ব্যক্তি।

ইতরজাতি

ইতরজাতি/ বিশেষ্য, মানবেতর জাতি; জীব জন্তু। ২ নিম্ন সমাজস্থ জাতি।

ইতরতা

ইতরতা/ (-র)-বিশেষ্য, ইতরবৎ আচরণ বা ব্যবহার; নীচতা।

ইতরথা

ইতরথা/ (-র-)-অব্যয়,  অন্যথা।

ইতরবিশেষ

ইতরবিশেষ/ বিশেষ্য, ভেদাভেদ; ভিন্নতা। ২ অন্য হতে বিশেষ তুলনাদ্বারা এক হতে অন্যের বিশেষ। ইতরবিশেষ বি. কিছুমাত্র পার্থক্য, সামান্য তফাত (দুজনের রুচির তেমন...

ইতরভাষা

ইতরভাষা/ বিশেষ্য, অপভাষা দ্রষ্টব্য। বিশেষণ, ইতরভাষী-অপভাষায় ভাষী।

ইতরলোক

ইতরলোক/ বিশেষ্য, নীচ ব্যক্তি বা সম্প্রদায়; ছোট লোক।

ইতরাম

ইতরাম/ ক্রিয়া, ইতরের মত আচরণ করা; নীচ জনোচিত কাজ করা। বিশেষ্য, ইতরামি-ছোট লোকের ব্যবহার; নীচতা; ইতরামি করা। ইতরাম বি. নীচ বা অশিষ্ট আচরণ।

ইতরামি

ইতরামি/ বি. নীচ বা অশিষ্ট আচরণ।

ইতরেতর

ইতরেতর/ বিশেষণ, পরস্পর; অন্যোন্য। ইতরেতর বিণ. পরস্পর, অন্যোন্য।

ইতরেতরদ্বন্দ্ব

ইতরেতরদ্বন্দ্ব/ বিশেষ্য, ব্যাকরণে কতকগুলি বিশেষ্য পদের সমাহার বা সমাস; দ্বন্দ্ব সমাস।

ইতরেতরযোগ

ইতরেতরযোগ/ বিশেষ্য, দ্বন্দ্ব সমাস বিশেষ, যে সমাসে পদার্থের পরস্পর যোগ বুঝায়। যথা—হরিহর।

ইতরেতরাশ্রয়

ইতরেতরাশ্রয় / বিশেষ্য, পরস্পর আশ্রয়; পরস্পরের পরস্পর অবলম্বন; উভয়ে উভয়ের আশ্রয়; পরস্পর-সাহায্য।

ইতরেতরাশ্রয়ী

ইতরেতরাশ্রয়ী/ বিশেষণ, যারা পরস্পর পরস্পরকে আশ্রয় করে কার্য করে; পরস্পর সহায়।

ইতস্ততঃ

ইতস্ততঃ/ অব্যয়,  এখানে সেখানে; এদিকে ওদিকে। ২ চতুর্দিকে; সকলদিকে; সর্বত্র।

ইতস্ততঃ করা

ইতস্ততঃ করা/ ক্রিয়া, সঙ্কোচ করা; কুণ্ঠিত হওয়া। ২ দোলায়মানচিত্ত হওয়া।৩ অতৎপর হওয়া; গড়িমসি করা।

ইতস্ততবিক্ষিপ্ত

ইতস্ততবিক্ষিপ্ত/ বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন।

ইতি

ইতি/ বি. ১ শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); ২ (সং.) এইরকম, এই। ☐ বিণ. শেষ সমাপ্ত। ।

ইতি গজঃ

ইতি গজঃ/ বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের ‘অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)।

ইতিউতি

ইতিউতি/ ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।

ইতিউতি করা

ইতিউতি করা/ ক্রিয়া, শেষ বা সমাপ্ত করা।

ইতিকথা

ইতিকথা/ বিশেষ্য, উপকথা। ২ নিরর্থক কথন। ইতিকথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস।

ইতিকর্তব্য

ইতিকর্তব্য/ বিশেষণ, ইহা করা উচিত। ২ বিশেষ্য, অনুষ্ঠিতব্য বিষয়; কর্তব্য কর্ম। ইতিকর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম।

ইতিকর্তব্যতা

ইতিকর্তব্যতা/ বিশেষ্য, ইহাই কর্তব্য এইরূপ জ্ঞান। ২ কোন কার্য করার সদ্‌যুক্তি বা ঔচিত্য।

ইতিকর্তব্যবিমূঢ়

ইতিকর্তব্যবিমূঢ়/ বিশেষণ, উপস্থিত কি করা উচিত তা নির্ণয়ে অসমর্থ বা অনিশ্চিত বুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ়। বিশেষ্য,  ইতিকর্তব্যবিমূঢ়তা।

ইতিপূর্বে

ইতিপূর্বে/ অব্যয়,  এর পূর্বে; এটি ঘটেনি এমন সময়। ইতিপূর্বে ক্রি-বিণ. এর আগে।

ইতিবৃত্ত

ইতিবৃত্ত/ বিশেষ্য, অতীত বৃত্তান্ত; ইতিহাস। ইতিবৃত্ত বি. ইতিহাস।

ইতিবৃত্তকার

ইতিবৃত্তকার/ বি. ইতিহাসরচয়িতা। ইতিবৃত্তাকার বিশেষ্য, ইতিহাস-লেখক।

ইতিমধ্যে

ইতিমধ্যে/ অব্যয়,  ইহার মধ্যে। ২ এই সুযোগে; ইত্যবসরে। ইতিমধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।

ইতিমাম

ইতিমাম/ এতিমাম বিশেষ্য, মুসলমান আমলের জমিদারী বিশেষ। প্রাচীন কাগজ পত্রে বর্ধমান, রাজশাহী ইত্যাদি এতিমাম বলিয়া উক্ত ‘The trust of jurisdiction of a zemindar...

ইতিহ

ইতিহ/ অব্যয়,  পরস্পরাগত উপদেশ। ২ পুরাতন কথা। স্ত্রীং ইতিহা।

ইতিহা

ইতিহা/ বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, জনশ্রুতি; কিংবন্তী ।

ইতিহাস

ইতিহাস/ বিশেষ্য, পূর্ববৃত্তান্ত; পুরাবৃত্ত; প্রাচীন কথা; ইতিবৃত্ত history; অতীতের কাহিনী; যা হয়ে গিয়েছে তার যথাযথ চিত্র। ‘যাতে ধর্ম্মার্থকামমোক্ষের উপদেশ-সহ পূর্ব বৃত্তান্ত বর্ণিত আছে।’...

ইতিহাসকার

ইতিহাসকার/ ইতিহাসলেখক।