অখদ্যে-অবদ্যে

অখদ্যে অবদ্যে অব্যয়, যা এত অপকৃষ্ট যে স্পর্শযোগ্য নহে এবং কহতব্যও নহে; যা মুখে দিবার নয়; মুখে আনিবারও নয়; যা কোনই কাজে লাগে...

অখন

অখন অব্যয়, এক্ষণে, এখন। অখন akhana অব্যয় (আঞ্চলিক) এখন। ।

অখনন

অখনন বিশেষণ, অখণ্ডিত; যা খোঁড়া নহে; অখনিত। ২ বিশেষ্য, খননাভাব।

অখরোট

অখরোট— বিশেষ্য, অক্ষোট (দ্রষ্টব্য)।

অখর্ব

অখর্ব্ব বিশেষণ, অক্ষুদ্র; বামন নহে। ২ লম্বা; দীর্ঘ।

অখল

অখল বিশেষণ, খলতাশূন্য; সরল। "না ঠেলহ ছলে, অবলা অখলে।" — চণ্ডীকাব্য। স্ত্রীলিঙ্গ, অখলা— সরলা। "হাম সে অবলা, হৃদয় অখলা, ভাল মন্দ নাহি জানি।"—...

অখাত

অখাত বিশেষ্য, দেবখাত; স্বাভাবিক খাত। ২ বিশেষণ, অখনিত। ৩ উপসাগর; সমুদ্রাংশ। অখাত akhāta বিশেষণ, (হ্রদ প্রভৃতি জলাশয়াদি সম্বন্ধে) খনন করা হয়নি বা খনন...

অখাদিত

অখাদিত [ন = অ— খাদিত (দ্রষ্টব্য) বিশেষণ, অভুক্ত; অভক্ষিত।

অখাদ্য

অখাদ্য বিশেষণ, খাদ্যস্বরূপ গ্রহণের অযোগ্য; যা খাইবার মত নহে এরূপ; অভক্ষ্য প্রয়োগ—  "অঘোরপন্থীদিগের অখাদ্য কিছুই নাই।"— ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। ২ নিষিদ্ধভোজ্য; ধর্ম্মবিরুদ্ধ খাদ্য।...

অখি

অখি বিশেষ্য, চক্ষু (দোহাকোষ ৮৪)।

অখিদ্য

অখিদ্য বিশেষণ, অক্লান্ত; অশোচ্য; খেদরহিত।

অখিদ্যমান

অখিদ্যমান বিশেষণ, অম্লান; অননুশোচ্য।

অখিন্ন

অখিন্ন [ন = অ— খিদ্ + ত (কর্মবাচ্যে); দ = ত = ন্ন) বিশেষণ, খেদশূন্য। ২ অশ্রান্ত।

অখিল

অখিল বিশেষণ, সকল; সমস্ত। "অখিল জীবের গতি দেব নারায়ণ।"— মহাভারত (কাশীরাম)। "অখিল ব্রহ্মাণ্ডপতি, প্রণমি চরণে তব।"— ব্রহ্মসঙ্গীত। ২ ক্রিয়া-বিশেষণ, সর্ব্বত্র। "অখিল বিখ্যাত কীর্ত্তি।"—...

অখিলখণ্ড

অখিলখণ্ড— ভূখণ্ড। "ঈশান অখিলখণ্ডে যদি যাও ভাই।"— ঘনরাম চক্রবর্ত্তীর ধর্ম্মমঙ্গল। অখিলখণ্ড বিশেষ্য, ভূখণ্ড।

অখিলপ্রিয়

অখিলপ্রিয় বিশেষণ, সকলের আদরণীয়। "কোকিল অখিল প্রিয় সুমধুর গানে।" অখিলপ্রিয় বিশেষণ, সর্বজনপ্রিয়।

অখিলাত্মা

অখিলাত্মা বিশেষ্য, জগদীশ্বর; পরব্রহ্ম।

অখুশি

অখুশি akhuśi বিশেষণ, অসন্তুষ্ট। ☐ বিশেষ্য, অসন্তোষ। ।

অখেদ

অখেদ বিশেষণ, অনুতাপিত নহে; দুঃখিত নহে। ২ বিশেষ্য, দুঃখের অভাব; খেদরাহিত্য। প্রয়োগ— ও বিষয়ে তার খেদ বা অখেদ কিছুই বুঝা যায় না।

অখেয়াশ

অখেয়াশ বিশেষ্য অনিচ্ছা, অখেশি বিশেষ্য, ইচ্ছার অভাব; অনিচ্ছা। ২ অমনোযোগ।

অখ্যাত

অখ্যাত বিশেষণ, অপ্রসিদ্ধ; অপ্রতিষ্ঠিত; নিন্দিত। বিশেষ্য, অখ্যাতি। ২ (— ৎ) বিশেষ্য, অখ্যাতি; নিন্দা; গ্লানি। স্ত্রীলিঙ্গ, অখ্যাতা। অখ্যাত akhyāta বিশেষণ, ১ অপ্রসিদ্ধ, বিখ্যাত নয়;...

অখ্যাতনামা

অখ্যাতনামা বিশেষণ, অপ্রসিদ্ধ; যার নাম যশ নাই; অজ্ঞাতনামা। অখ্যাতনামা (-নামন্) বিশেষণ, যার নাম সুপরিচিত নয় বা প্রসিদ্ধ নয় এমন।

অখ্যাতি

অখ্যাতি বিশেষ্য, অযশ; নিন্দা। অপবাদ। অখ্যাতি বিশেষ্য, অপযশ, নিন্দা।

অখ্যাতিকর

অখ্যাতিকর বিশেষণ, অযশস্কর; দুর্নামজনক। অখ্যাতিকর বিশেষণ, নিন্দাজনক, অপযশকারক।

অখ্যাতিকারক

অখ্যাতিকারক বিশেষ্য, নিন্দাকারক; যে অযশ ঘোষণা করে; যাতে অযশ ঘটায়। অখ্যাতিকারক বিশেষণ, নিন্দাজনক, অপযশকারক।

অখ্যাতিজনক

অখ্যাতিজনক বিশেষণ, অব্যয়, কর (দ্রষ্টব্য), নিন্দাজনক।

অখ্যাতিবোধ

অখ্যাতিবোধ বিশেষ্য অমর্য্যাদাবোধ; নিন্দাজ্ঞান; অগৌরবের বোধ।

অগ

অগ বিশেষ্য, নগ; অচল; পর্ব্বত। ২ বিশেষ্য, সূর্য্য। ৩ বৃক্ষ। ৪ সর্প। অগ aga বিশেষণ, গতিশূন্য, নিশ্চল। ☐ বিশেষ্য, ১ পর্বত; ২ বৃক্ষ;...

অগই

অগই এক জাতীয় ফলের গাছ Dillenia scabrella.

অগঙ্গ

অগঙ্গ বিশেষণ, গঙ্গাহীন দেশ। প্রয়োগ— অগঙ্গ প্রদেশ। ২ যে প্রদেশ হইতে গঙ্গা ৪ ক্রোশাধিক দূরে অবস্থিত।

অগচ্ছ

অগচ্ছ বিশেষ্য, বৃক্ষ; গাছ। ২ আগাছা (দ্রষ্টব্য)।

অগচ্ছিত

অগচ্ছিত বিশেষণ, যা ন্যস্ত নহে; যা জিম্মা দেওয়া নয়।

অগজ

অগজ গজের অভাব; গজশূন্য।

অগড়বগড়

অগড়বগড় বিশেষ্য, অর্থহীন ক্রমবিহীন বাক্য; যা তা বকুনি; অসম্বদ্ধ প্রলাপ; ভালমন্দ মিশ্রিত বাক্য; বাতুলের প্রলাপ । অগড়বগড় agaṛa-bagaṛa বিশেষ্য, অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল।...

অগড়মবগড়ম

অগড়মবগড়ম বিশেষ্য, অর্থহীন ক্রমবিহীন বাক্য; যা তা বকুনি; অসম্বদ্ধ প্রলাপ; ভালমন্দ মিশ্রিত বাক্য; বাতুলের প্রলাপ । অগড়মবগড়ম, agaṛama-bagaṛama অগড়মবাগড়ম agaṛama-bāgaṛama- এর রূপভেদ।

অগণতি

অগণতি বিশেষণ, যা গণা যায় না; অগণতি; অসংখ্য; অত্যধিক। অগণতি agaṇati বিশেষণ, অগণিত, অসংখ্য, যা গণনার অতীত অর্থাৎ যা গুণে শেষ করা যায় না।...

অগণন

অগণন (ছন্দানুরোধে 'নন' ও হয়) বিশেষণ, যার গণনা হয় না; গণিয়া শেষ করা যায় না; অগণ্য; অসংখ্য; অসংখ্যেয়। "হাতে লয়ে দীপ অগণন"— রবীন্দ্রনাথ...

অগণনীয়

অগণনীয় অসংখ্য। ২ অগ্রাহ্য; যে ব্যক্তি গণনীয় নহে। ৩ তুচ্ছ; সামান্য। অগণনীয় agaṇanīẏa বিশেষণ, গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। ।

অগণিত

অগণিত বিশেষণ, অগন্য; অসংখ্য। "প্রতিশৃঙ্গপক্ষ, মৃগ লক্ষ লক্ষ পশুগণ অগণিত।"— মহাভারত (কাশীরাম দাস)। ২ অসংখ্যাত; যা গণিতে পারা যায় নাই; যার সংখ্যা করা...

অগণিতব্য

অগণিতব্য বিশেষণ, অগণ্য। অগণিতব্য বিশেষণ, গণনার অসাধ্য, যা গুনে শেষ করা যায় না; অসংখ্য। ।

অগণ্য

অগণ্য বিশেষণ, যে গণনার যোগ্য নহে; নগণ্য; অমান্য; অসম্মানিত। ২ অকি়ঞ্চিৎকর; সামান্য; তুচ্ছ। ৩ যা গণনা করা সম্ভব নয়; যা গণিয়া শেষ করা...

অগত

অগত বিশেষণ, বিদ্যমান; বর্ত্তমান; উপস্থিত। ২ অপ্রাপ্ত।

অগতি

অগতি বিশেষণ, গতিহীন; স্থির; অচল। ২ বিশেষ্য, যার অবলম্বন নাই; যার উদ্ধারের উপায় নাই; নিরুপায়। "অগতির গতি তুমি রহিলে কোথায়।"— কালী প্রসন্ন...

অগতিক

অগতিক বিশেষণ, নিরুপায়; অনাশ্রিত; অনাথ। ২ অসুবিধাজনক; বেগতিক।

অগত্যা

অগত্যা ক্রিয়া-বিশেষণ, অব্যয়, গত্যন্তর হেতু; অন্য গতি নাই বলিয়া; কাজেকাজে; বাধ্য হইয়া। "অগত্যা রামহরি তাহাতেই স্বীকৃত হইয়াছে।"— যোগেশ্বরী (দামোদর)। অগত্যা agatyā অব্যয়ক্রিয়া-বিশেষণ, ১ অন্য...

অগদ

অগদ বিশেষ্য, ঔষধ। ২ বিশেষণ, সুস্থ; নির্ব্ব্যাধি। ৩ গদাহীন। অগদ agada বিশেষণ, নীরোগ, সুস্থ, যার গদ অর্থাৎ রোগ নেই। ☐ বিশেষ্য, ঔষধ,...

অগদঙ্কার

অগদঙ্কার বিশেষ্য, বৈদ্য; চিকিৎসক।

অগদতন্ত্র

অগদতন্ত্র বিশেষ্য, বিষবিজ্ঞান; বিষক্রিয়া প্রতিষেধক বিদ্যা toxicology. অগদতন্ত্র বিশেষ্য, বিষবিজ্ঞান, toxicology.

অগদ্য

অগদ্য বিশেষ্য, সদোষ গদ্য; গদ্যই নহে। ২ কবিতা।

অগধ

অগধ বিশেষ্য, বিষক্রিয়া প্রতিষেধক ঔষধ।

অঁগনা

অঁগনা বিশেষ্য আঙিনা। প্রয়োগ ‘মোরাহি রে অঁপনা চাঁদনকেরি গছিআ।’ বিদ্যাপতি, ১৪৬০। ব্যুৎপত্তি সংস্কৃত অঙ্গন।

অগন্তব্য

অগন্তব্য বিশেষণ, গমনের অযোগ্য; অগম্য। অগন্তব্য agantabya বিশেষণ, যাওয়ার অযোগ্য, অগম্য যেখানে যাওয়া যায় না; যেখানে যাওয়া উচিৎ নয়। ।

অগভীর

অগভীর বিশেষণ, গভীর নহে; চটান। ২ অল্পগভীর; বেশী নীচা বা নাবাল নহে। ৩ অল্প ভাসা ভাসা; অপ্রগাঢ় (জ্ঞান বুদ্ধি পক্ষে)। ৪ অগভীর (স্বভাব প্রকৃতি...

অগভীর জলে শফরী ফরফরায়তে

অগভীর জলে শফরী ফরফরায়তে অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আলংকরিক) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে।

অগম

অগম বিশেষণ, গতিহীন। ২ অথই; অতলস্পর্শ। প্রয়োগ—  মাছটা অগম জলে প্রবেশ করেছে। ৩ বিশেষ্য, পর্ব্বত। ৪ বৃক্ষ। অগম agama বিশেষণ, ১ গতিহীন;...

অগমতা

অগমতা (— ম— )— বিশেষ্য, গতিহীনতা; অপ্রবেশ। ২ অমর্য্যাদা; অসম্ভ্রম; তুচ্ছতাচ্ছিল্য; অপমান।

অগমন

অগমন বিশেষ্য, গমনাভাব। ২ বিশেষণ, স্থির।

অগমনীয়

অগমনীয় বিশেষ্য, গমনের অযোগ্য। ২ দুর্গম।