অক্টোপাস

অক্টোপাস akṭo-pāsa বি. 1 আটটি বাহু বা শুঁড়বিশিষ্ঠ সামুদ্রিক প্রাণিবিশেষ; 2 চতুর্দিক থেকে মারাত্মক আক্রমণ (নানান সমস্যা তাঁকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে)। ।

অক্টোবর

অক্টোবর বিশেষ্য, খ্রীষ্টাব্দের দশম মাস (প্রায় আশ্বিনের ১৪ বা ১৫ তারিখ হইতে কার্ত্তিকের ১৪ বা ১৫ই পর্য্যন্ত)। অক্টোবর akṭobara বি. ইংরেজি বৎসরের দশম মাস।...

অক্ত

অক্ত বিশেষণ, লিপ্ত; মিশ্রিত। প্রয়োগ— তৈলাক্ত; রুধিরাক্ত; ঘর্ম্মাক্ত ইত্যাদি (স্বতন্ত্র প্রয়োগের অভাব)। অক্ত1 akta বিন. লিপ্ত, মিশ্রিত, মাখানো (তৈলাক্ত, রক্তাক্ত)। । অক্ত2, akta বি. সময়,...

অক্ত্র

অক্ত্র বিশেষ্য, বর্ম্ম; সাঁজোয়া; mail.

অক্রম

অক্রম বিশেষ্য, বিশৃঙ্খল; অনিয়ম; ঠিক পর পর নয়। অক্রম akrama বি. 1 ধারাবাহিকতা বা ক্রমের অভাব; 2 বিশৃঙ্খলা। ☐ বিণ. 1 বিশৃঙ্খল, এলোমেলো; 2...

অক্রমিক

অক্রমিক বিণ. 1 বিশৃঙ্খল; ক্রমহীন, ধারাবাহিকতাহীন।

অক্রান্ত

অক্রান্ত বিশেষণ, অনাক্রান্ত। ২ অনতিক্রান্ত, অনতিবাহিত। ৩ অপরাজিত। স্ত্রীলিঙ্গ, অক্রান্তা।

অক্রিয়

অক্রিয় বিশেষণ, অক্রিয়ান্বিত; শাস্ত্রীয় কর্ম্মরহিত। ২ বিশেষ্য, কর্শ্মশূন্য; ক্রিয়ারহিত; পরমাত্মা। স্ত্রীলিঙ্গ, অক্রিয়া। অক্রিয় akriẏa বিণ. 1 কর্মহীন, নিষ্ক্রিয় (অক্রিয় চিত্তবৃত্তি); 2 নিরুদ্যম; 3...

অক্রিয়কর্ম্মা

অক্রিয়কর্ম্মা বিশেষণ, কুকর্ম্মকারী।

অক্রিয়মাণ

অক্রিয়মাণ বিশেষণ, যে কাজ করে না; নিষ্কর্ম্মা। বিশেষ্য, অক্রিয়মাণতা, অক্রিয়মাণত্ব।

অক্রিয়া

অক্রিয়া বিশেষ্য, ক্রিয়ার অভাব; অবৈধ বা অশাস্ত্রীয় ক্রিয়া; ধর্ম্মকার্য্যে অবহেলা; অন্যায় কার্য্য; দুষ্কর্ম্ম। অক্রিয়া akriẏā বি. 1 নিষ্ক্রিয়তা; 2 অবৈধ বা শাস্ত্রবিরোধী কাজ। ।

অক্রিয়াচরণ

অক্রিয়াচরণ বিশেষ্য, অবৈধ ক্রিয়ার আচরণ; অশিষ্টাচরণ; কুব্যবহার।

অক্রিয়ানিরত

অক্রিয়ানিরত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ।

অক্রিয়ানিষ্ঠ

অক্রিয়ানিষ্ঠ বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ।

অক্রিয়ান্বিত

অক্রিয়ান্বিত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ। অক্রিয়ান্বিত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত।

অক্রিয়াপর

অক্রিয়াপর বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ।

অক্রিয়াময়

অক্রিয়াময় বিশেষণ, অনুচিত বা অসঙ্গত কর্ম্মপূর্ণ; দুষ্ট।

অক্রিয়াযুক্ত

অক্রিয়াযুক্ত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ।

অক্রিয়ারত

অক্রিয়ারত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ। অক্রিয়ারত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত।

অক্রিয়াশক্ত

অক্রিয়াশক্ত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ।

অক্রিয়াসক্ত

অক্রিয়াসক্ত বিশেষণ, কুকর্ম্মশালী; কুকার্য্যে অভ্যস্ত; পাপরত; পাপিষ্ঠ। অক্রিয়াসক্ত বিণ. কুকর্মরত, খারাপ কাজে নিযুক্ত।

অক্রীড়া

অক্রীড়া বিশেষ্য, অযোগ্য ক্রীড়া; অনুপযুক্ত খেলা।

অক্রীত

অক্রীত বিশেষণ, যা ক্রয় করা হয় নাই; যা কেনা নহে।

অক্রুদ্ধ

অক্রুদ্ধ বিশেষণ, যে রুষ্ট নয়; ক্রোধহীন। ২ শান্ত; স্থির। ৩ বিশেষ্য, অক্রোধ স্ত্রীলিঙ্গ, অক্রুদ্ধা। বিশেষ্য, অক্রুদ্ধতা।

অক্রূর

অক্রূর১ বিশেষণ, সরল। স্ত্রীলিঙ্গ, অক্রূরা। বিশেষ্য, অক্রূরতা— সরলতা। অক্রূর২ বিশেষ্য, কৃষ্ণের পিতৃব্য (যদুবংশীয় শফল্কের ঔরসে গান্দিনীর গর্ভে জন্ম। কংশবধের জন্য বলরাম ও কৃষ্ণকে বৃন্দাবন...

অক্রেয়

অক্রেয় বিশেষণ, আক্রা; যা মূল্যাধিক্য বশতঃ ক্রয় করিতে পারা যায় না; দুর্ম্মূল্য; যা মূল্যে পাওয়া যায় না; মহার্ঘ। বিশেষ্য, অক্রেয়তা। অক্রেয় akreẏa বিণ. 1...

অক্রোধ

অক্রোধ বিশেষ্য, ক্রোধাভাব; গৃহীর পক্ষে ধৃতি, ক্ষমা ইত্যাদি দশকর্ম্মান্তর্গত ধর্ম্ম বিশেষ। ২ বিশেষণ, ক্রোধশূন্য; যার ক্রোধ নাই। " অক্রোধ  পরমানন্দ মোর গৌর হরি।"—...

অক্রোধন

অক্রোধন বিশেষণ, সহসা, ক্রোধের কারণ থাকলেও যার ক্রোধের উদ্রেক হয় না; যে সহজে ক্রোধ সংবরণ করে; অক্রোধী অকোপন। ২ বিশেষ্য, কুরুবংশীয় রাজা অযুতায়ুসের...

অক্রোধিত

অক্রোধিত বিশেষণ, যার ক্রোধ হয় নাই; অক্রুদ্ধ; যে ক্রুদ্ধ হয় না বা ক্রোধ করে না; ক্রোধহীন; ক্রোধমুক্ত; রোষশূন্য। বিশেষণ অক্রোধন, অক্রোধী।

অক্রোধী

অক্রোধী বিশেষণ, সহসা, ক্রোধের কারণ থাকলেও যার ক্রোধের উদ্রেক হয় না; যে সহজে ক্রোধ সংবরণ করে; অক্রোধন; অকোপন। ২ বিশেষ্য, কুরুবংশীয় রাজা অযুতায়ুসের...

অক্লম

অক্লম বিশেষণ, অক্লান্ত; শ্রমশূন্য। ২ বিশেষ্য, শ্রমাভাব; অশ্রান্তি।

অক্লান্ত

অক্লান্ত বিশেষণ, ক্লান্তিরহিত; যে পরিশ্রম করিয়া শ্রান্তি বা ক্লান্তি বোধ করে না; অশ্রান্ত। স্ত্রীলিঙ্গ, অক্লান্তা। বিশেষ্য, অক্লান্তি। অক্লান্ত aklānta বিণ. 1 ক্লান্তিহীন (অক্লান্ত চেষ্টা);...

অক্লান্তকর্মা

অক্লান্তকর্মা (-র্মন্) বিণ্. পরিশ্রমে অকাতর (তার মতো অক্লান্তকর্মা পুরুষ বিরল)।

অক্লিন্ন

অক্লিন্ন বিশেষণ, ক্লেদশূন্য; অমলিন। ২ অসিক্ত; অনার্দ্র। স্ত্রীলিঙ্গ, অক্লিন্না।

অক্লিষ্ট

অক্লিষ্ট বিশেষণ, যে ক্লেশ বোধ করে না; পরিশ্রমে যার কষ্ট নাই; unwearied. ২ অপরিক্ষীণ; অদম্য। প্রয়োগ— অক্লিষ্ট অধ্যবসায়। অক্লিষ্ট akliṣṭa বিণ. 1 ক্লেশহীন, যে...

অক্লিষ্টকর্মা

অক্লিষ্টকর্মা (-র্মন্) বিণ. কর্মে যার ক্লেশবোধ নেই, কর্মে যে ক্লান্তিহীন; অক্লেশে বা অনায়াসে কাজ করে এমন।

অক্লিষ্টকর্ম্মা

অক্লিষ্টকর্ম্মা বিশেষণ, অনায়াসে কর্ম্মসমাধাকারী indefatigable. "সেই মহাবল পরাক্রান্ত অক্লিষ্টকর্ম্মা কৃষ্ণকে অবগত হইতে সমর্থ হও নাই।"— মহাভারত (কৃষ্ণপ্রসন্ন সিংহ)। ২ বিশেষ্য, অক্লেশে কর্ম্ম করিতে...

অক্লিষ্টকান্তি

অক্লিষ্টকান্তি বিশেষণ, যা দেহের কান্তি বিবর্ণ হয় না বা হয় নাই।

অক্লীব

অক্লীব বিশেষণ, অবন্ধ্য। ২ ধৈর্য্যশালী; সহিষ্ণু। ৩ বীর। বিশেষ্য, অক্লীবতা, অক্লীবত্ব।

অক্লেদ্য

অক্লেদ্য বিশেষণ, যা ক্লিন্ন হয় না; যা আর্দ্র বা গলিত হয় না; যা জলে গুলিয়া যায় না। "আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য...

অক্লেশ

অক্লেশ ক্রিয়া-বিশেষণ, ক্লেশ ব্যতিরেকে। ২ বিশেষ্য, ক্লেশাভাব। ক্রিয়া-বিশেষণ, অক্লেশে অনায়াসে; সহজে। অক্লেশ akleśa বি. ক্লেশ বা কষ্টের অভাব, অনায়াস। ।

অক্লেশে

অক্লেশে ক্রি-বিণ. অনায়াসে, সহজে ('সঁপিলাম সর্বস্ব অক্লেশে': সু.দ.)। (সং. ন+ক্লেশ+বাং. এ]।

অক্ষ

অক্ষ বিশেষ্য খেলবার পাশা; পাশক; পাশার ঘুটি; পাশা (অক্ষক্রীড়া); a die or cube. পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ (অক্ষমালা)। (বৈদ্যকে) ঋষভক; কাঁকড়াশৃঙ্গী; দেবশিরীষ; বহেড়া; তুঁতিয়া (তুঁতে); রসাঞ্জন;...

অক্ষক

অক্ষক বিশেষ্য কণ্ঠাস্থি; কণ্ঠা; calvicle; collar-bone (পরিভাষা)। যে পাশা খেলে। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ + ক।

অক্ষকর্ণ

অক্ষকর্ণ বিশেষ্য (জ্যামিতি) সমকোণী ত্রিভুজের কর্ণ বা সর্বাপেক্ষা বৃহৎ বাহু; সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু; hypotenuse. (কর্ণ দ্রষ্টব্য) পতনকেন্দ্র। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ + কর্ণ।

অক্ষকীলক

অক্ষকীলক বিশেষ্য, চাকার খিল।

অক্ষকুশল

অক্ষকুশল বিশেষণ, পাশাখেলায় পটু বা পণ্ডিত।

অক্ষকূট

অক্ষকূট বিশেষ্য, নয়নের তারা।

অক্ষকোবিদ

অক্ষকোবিদ বিশেষণ পাশাখেলায় পটু বা পণ্ডিত। বিশেষ্য দ্যূত; দক্ষ বা পণ্ডিত। ব্যুৎপত্তি অংশ২ + গত (প্রাপ্ত)।

অক্ষক্রীড়া

অক্ষক্রীড়া বিশেষ্য দ্যূতক্রীড়া; পাশাখেলা। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ (পাশক) ক্রীড়া — তৃতীয়া তৎপুরুষ সমাস।

অক্ষচক্র

অক্ষচক্র বিশেষ্য ভার উত্তোলন যন্ত্র বিশেষ। ঐ যন্ত্রস্থ দণ্ডসম্বলিত চক্রের পরিধিতে বলপ্রয়োগ দ্বারা ঐ দণ্ডে বেষ্টিত রজ্জুসংলগ্ন গুরুভার সহজে উত্তোলিত হয়। ঐ দণ্ডের নাম অক্ষ...

অক্ষজ

অক্ষজ বিশেষণ ইন্দ্রিয়জাত। বিশেষ্য (দধীচি মুনির অস্থি দ্বারা নির্মিত বলে) বজ্র। । হীরক। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ (ইন্দ্রিয়) + জ (জন্মান); যা অক্ষ হতে জন্মে — পঞ্চমী তৎপুরুষ...

অক্ষজন

অক্ষজন বিশেষ্য বর্ণ, গন্ধ ও স্বাদহীন গ্যাসবিশেষ; প্রাণবায়ু; অম্লজান; দহক; oxygen. ব্যুৎপত্তি সংস্কৃত অম্ল + জান।

অক্ষটি

অক্ষটি বিশেষ্য (পুরোনো বানান) অক্ষটী। (অপ্রচলিত) শিকারি; ব্যাধ। ‘অক্ষটীর ভাস্যা গেল হাতের সাতলা।’ — বঙ্গ সাহিত্য পরিচয়। ব্যুৎপত্তি সংস্কৃত আখেটিক।

অক্ষটী

অক্ষটী বিশেষ্য (প্রমিত) অক্ষটি। (অপ্রচলিত) শিকারি; ব্যাধ। ‘অক্ষটীর ভাস্যা গেল হাতের সাতলা।’ — বঙ্গ সাহিত্য পরিচয়। ব্যুৎপত্তি সংস্কৃত আখেটিক।

অক্ষণবেধী

অক্ষণবেধী বিশেষণ যার শর লক্ষ্যভ্রষ্ট হয় না; যে বিদ্যুতের আলোকে লক্ষ্য বেধ করতে পারে। ক্ষিপ্রহস্ত; লঘুহস্ত। ব্যুৎপত্তি বৌদ্ধ বাংলা। অক্ষণা (ক্ষণ—প্রভা) বেধী (লক্ষ্য ভেদী)।

অক্ষত

অক্ষত বিশেষণ ক্ষত বা আঘাত প্রাপ্ত হয়নি এমন; অনাহত; যা আঘাত প্রাপ্ত হয় নি। প্রয়োগ— তিনি যুদ্ধস্থল হইতে অক্ষত দেহে প্রত্যার্বত্তন করিয়াছেন। (স্মৃতিতে) পুরুষসংসর্গরহিত—অক্ষতযোনি— ঈশ্বরচন্দ্র...

অক্ষতদেহ

অক্ষতদেহ বিশেষণ যে শরীরে আঘাত প্রাপ্ত হয় নাই; অক্ষুন্নকায়; অপ্রহৃত; ক্ষতহীন দেহবিশিষ্ট। (স্ত্রীলিঙ্গ) অক্ষতদেহা। বিশেষ্য ক্ষতহীন দেহ বা শরীর। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষত + দেহ।

অক্ষতদেহে

ক্রিয়া-বিশেষণ অনাহত বা অপ্রহৃত অবস্থায়; আঘাত প্রাপ্ত না হইয়া। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষত + দেহ + এ।

অক্ষতযোনি

অক্ষতযোনি বিশেষ্য যে স্ত্রীলোকের পুরুষ সঙ্গম হয় নাই; কুমারী। যে নারী কুলটা নয় (উমেশচন্দ্র বিদ্যারত্ন)। বিশেষণ যৌনসংগম করেনি এমন; যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি। ...

অক্ষতশরীর

অক্ষতশরীর বিশেষণ যে শরীরে আঘাত প্রাপ্ত হয় নাই; অক্ষুন্নকায়; অপ্রহৃত; ক্ষতহীন দেহবিশিষ্ট। (স্ত্রীলিঙ্গ) অক্ষতদেহা। বিশেষ্য ক্ষতহীন দেহ বা শরীর। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষত + শরীর।

অক্ষতা

বিশেষণ (স্ত্রীলিঙ্গ) পুরুষসংসর্গহীনা; কুমারী। আতপ চাল; যব। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষত + আ (স্ত্রীলিঙ্গ)।

অক্ষদণ্ড

বিশেষ্য পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা যা বেষ্টন করে পৃথিবী প্রতিদিন পশ্চিম হতে পূর্বে একবার আবর্তিত হয়। মেরুদণ্ড; axis; minor axis. ব্যুৎপত্তি ...

অক্ষদর্শক

বিশেষ্য ব্যবহারদ্রষ্টা; বিচারক; জজ্। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ (ব্যবহার; ঋণ-দানাদি সম্বন্ধীয় বিবাদ) দর্শক (দর্শনকারী) —  দ্বিতীয়া তৎপুরুষ।

অক্ষদৃক্

বিশেষ্য ব্যবহারদ্রষ্টা; বিচারক; জজ্। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ (ব্যবহার; ঋণ-দানাদি সম্বন্ধীয় বিবাদ) দৃক্ (দর্শনকারী) —  দ্বিতীয়া তৎপুরুষ।

অক্ষদেবন

বিশেষ্য পাশাক্রীড়া; পাশা খেলা। ব্যুৎপত্তি সংস্কৃত অক্ষ দ্বারা দেবন (ক্রীড়া) তৃতীয়া তৎপুরুষ সমাস।

অক্ষদেবী

বিশেষ্য দ্যূতকারী; পাশাক্রীড়ক; যে পাশা খেলা করে। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (পাশক) দেবিন্ (দিব্ — ক্রীড়া করা + ইন্— কর্তৃবাচ্যে) যে অক্ষ দ্বারা ক্রীড়া করে —...

অক্ষদ্যূ

বিশেষ্য দূত ক্রীড়াকারী; জুয়াড়ী। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + দ্যূ।

অক্ষদ্যূত

বিশেষ্য পাশা খেলা; জুয়া খেলা। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ দ্বারা দূত — তৃতীয়া তৎপুরুষ সমাস।

অক্ষদ্যূতিক

বিশেষ্য জুয়া খেলায় বিবাদ। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + দ্যূত + ইক্।

অক্ষধর

বিশেষ্য বিষ্ণু। চক্র। শেওড়া গাছ। বিশেষণ পাশা কিম্বা চক্রধারক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (চক্র, রথাবয়ব বা তার কীলকস্বরূপ কণ্টক) ধর (যে ধরে) —...

অক্ষধুরা

বিশেষ্য অক্ষদণ্ড; চক্রাগ্র; চাকার অগ্রভাগ; চাকার ধুরো; pole of carriage; pole of cart; axle tree. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (চক্র, ভার) + ধূর + (বাংলা) আ...

অক্ষধুর্ত

বিশেষণ দ্যূতক্রীড়ক; পাশা খেলায় দক্ষ। জুয়াড়ী। জুয়াড়ি; প্রতারক। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (পাশা খেলায়) ধূর্ত্ত (চতুর দক্ষ) সপ্তমী তৎপুরুষ।

অক্ষধূ

বিশেষ্য অক্ষদণ্ড; চক্রাগ্র; চাকার অগ্রভাগ; চাকার ধুরো; pole of carriage; pole of cart; axle tree. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ — ধুর্ (অগ্র) — ষষ্ঠী তৎপুরুষ সমাস।

অক্ষধূর

বিশেষ্য অক্ষদণ্ড; চক্রাগ্র; চাকার অগ্রভাগ; চাকার ধুরো; pole of carriage; pole of cart; axle tree. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (চক্র, ভার) ধূর — ষষ্ঠী তৎপুরুষ সমাস।

অক্ষধূর্ত্ত

বিশেষণ দ্যূতক্রীড়ক; জুয়াড়ী। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (পাশা খেলায়) ধূর্ত্ত (চতুর দক্ষ) সপ্তমী তৎপুরুষ।

অক্ষপটল

বিশেষ্য ছানি; cataract. ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ (চক্ষু) পটল (আবরণ)।

অক্ষপাটি

বিশেষ্য পাশা। ব্যুৎপত্তি সংস্কৃত, অক্ষ + পাটি।