অকুণ্ঠিতচিত্তে

অকুণ্ঠিতচিত্তে, অকুণ্ঠিতমনে, অকুণ্ঠিতহৃদয়ে ক্রি-বিণ. কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে।

অকুণ্ঠিতমনে

অকুণ্ঠিতচিত্তে, অকুণ্ঠিতমনে, অকুণ্ঠিতহৃদয়ে ক্রি-বিণ. কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে।

অকুণ্ঠিতহৃদয়ে

অকুণ্ঠিতচিত্তে, অকুণ্ঠিতমনে, অকুণ্ঠিতহৃদয়ে ক্রি-বিণ. কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে।

অকুতোভয়

অকুতোভয় akuto-bhaẏa বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। । অকুতোভয় বিণ যে কাকেও বা কোনও কারণে ভয় করে না; নিঃশঙ্ক;...

অকুতোভয়তা

অকুতোভয়তা বি. নির্ভীকতা, শঙ্কাহীনতা। অকুতো-ভয়ে ক্রি-বিণ. নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে। অকুতোভয়তা বিশেষ্য, অসমসাহসিকতা; একান্ত ভয়শূন্যতা।

অকুৎসিত

অকুৎসিত বিশেষণ, সুন্দর। ২ সম্ভ্রান্ত।

অকুপ্য

অকুপ্য বিশেষ্য, স্বর্ণ; রজত।

অকুফ

অকুফ— অকুব দ্রষ্টব্য। "আক্কেল অকুফ।" অকুফ বিশেষ্য, অকুব; জ্ঞান; বুদ্ধি; আক্কেল। বাংলায় প্রায় আক্কেল শব্দসহ যুক্ত হয়। "আক্কেল অকুব"।

অকুব

অকুব akuba বিণ. আক্কেল, কাণ্ডজ্ঞান। । অকুব বিশেষ্য, অকুফ; জ্ঞান; বুদ্ধি; আক্কেল। বাংলায় প্রায় আক্কেল শব্দসহ যুক্ত হয়। "আক্কেল অকুব"।

অকুমার

অকুমার বিশেষ্য, প়ঞ্চবর্ষাধিক বয়স্ক বালক। স্ত্রীলিঙ্গ, অকুমারী— বিশেষ্য, দশ বৎসরের বালিকা।

অকুল

অকুল akula বি. ১ মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; ২ অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। । অকুল বিশেষণ, অঘর; যে...

অকুলন

অকুলন, অকুলান akulana, akulāna বি. অভাব, অনটন, টানাটানি, না কুলানো (আশা করি এই টাকায় চলে যাবে, অকুলান হবে না)। । অকুলন বিশেষ্য, অকুলান; অনাটন;...

অকুলান

অকুলন, অকুলান akulana, akulāna বি. অভাব, অনটন, টানাটানি, না কুলানো (আশা করি এই টাকায় চলে যাবে, অকুলান হবে না)। । অকুলান বিশেষ্য, অকুলন; অনাটন;...

অকুলীন

অকুলীন akulīna বিণ. 1 কুলীন বংশজাত নয় এমন; 2 বংশমর্যাদাহীন। । অকুলীন বিশেষণ, কুল— মর্য্যাদাশূন্য; নীচকুলোদ্ভব। ২ বল্লাল সেন ক়ৃত কুলবন্ধন বহির্ভূত।

অংকুশ

অংকুশ বিশেষ্য হাতির মাথায় প্রহার করে বা খোঁচা দিয়ে তার দুষ্টতা দমন বা গতি বৃদ্ধি করার আঁকশির মুখের ন্যায় সূক্ষ্মাগ্র বক্রমুখ লৌহদণ্ড বিশেষ; অঙ্কুশ; অঙ্কুষ; হস্তী...

অংকুশ তাড়না

অংকুশ তাড়না বিশেষ্য অঙ্কুশ দিয়ে তাড়না। নির্যাতন; মানসিক নির্যাতন। ব্যুৎপত্তি সংস্কৃত অঙ্কুশ + তাড়না। প্রয়োগ বিশেষ্য, অঙ্কুশ দিয়ে তাড়না। ‘মুসলিম বিদ্বেষের অংকুশ তাড়না দেখতে পাওয়া যায়।’ মাহেনও...

অকুশল

অকুশল akuśala বি. অমঙ্গল। ☐ বিণ. অপটু, কুশল বা দক্ষ নয় এমন। । অকুশল [ন = অ- কুশল (মঙ্গল) বিশেষ্য, অমঙ্গল; অশুভ; বিপদ। "শুনি কহে...

অকুশলী

অকুশলী বিশেষণ, অকল্যাণযুক্ত; অমঙ্গলময়; পীড়াগ্রস্ত; অসুখী।

অকুস্থল

অকুস্থল, অকুস্থান বি. দুর্ঘটনার স্হান, যেখানে দুর্ঘটনা বা অপরাধ ঘটেছে (কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্হলে এসে হাজির হল)। অকুস্থল বিশেষ্য, উক্ত ঘটনাস্থল।

অকুস্থান

অকস্থল, অকুস্থান বি. দুর্ঘটনার স্হান, যেখানে দুর্ঘটনা বা অপরাধ ঘটেছে (কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্হলে এসে হাজির হল)।

অকূপার

অকূপার akūpāra বি. 1 সমুদ্র; 2 কূর্ম, কচ্ছপ। । অকূপার বিশেষ্য, সমুদ্র। "ক্ষীর অকূপার"— রামায়ণ, রাজকৃষ্ণ রায়। ২ কূর্ম্ম ।

অকূর্চ

অকূর্চ্চ বিশেষণ, সরল। ২ বিশেষ্য, বুদ্ধ।

অকূর্চ্চ

অকূর্চ্চ বিশেষণ, সরল। ২ বিশেষ্য, বুদ্ধ।

অকূল

অকূল akūla বিণ. পার বা তীর নেই যার, অপার, অসীম (অকূল সমুদ্র)। ☐ বি. 1 সমুদ্র; 2 (আল.) বিষম বিপদ (অকূলে পড়া)। । অকূল...

অকূলতারণ

অকূলতারণ বি. বিপদে উদ্ধারকর্তা।

অকূলদরিয়া

অকূলদরিয়া. অকূলপাথার বি. 1 অসীম সমুদ্র; 2 কঠিন বিপদ।

অকূলপাথার

অকূলদরিয়া. অকূলপাথার বি. 1 অসীম সমুদ্র; 2 কঠিন বিপদ। অকূলপাথার বিশেষ্য, কূল কিনারাহীন জলবিস্তার; অসীম সমুদ্র। ২ মহাবিপদ। "তুমি হে ভরসা মম...

অকূলসিন্ধু

দেখুন—

অকূলে কূল পাওয়া

অকূলে কূল পাওয়া ক্রি. বি. সংকট থেকে উদ্ধার পাওয়া, বিপদে সাহায্য পাওয়া।

অকূলে ডোবা

অকূলে ডোবা ক্রি. বি. বিপদে প্রাণ হারানো বা হারাবার উপক্রম হওয়া।

অকূলে ভাসা

অকূলে ভাসা ক্রি. বি. বিষম সংকটে দিশাহারা হওয়া।

অকূলের কূল

অকূলের কূল বিপদে উদ্ধারকর্তা।

অকৃত

অকৃত akr̥ta বিণ. করা হয়নি এমন, অসম্পন্ন, অসম্পাদিত। । অকৃত বিশেষণ, যা কৃত নয়; যা করা হয় নাই; অননুষ্ঠিত; অসম্পাদিত। প্রয়োগ— অকৃতদার। ২...

অকৃতকর্ম্মা

অকৃতকর্ম্মা বিশেষণ, অকেজো; অপটু; যে কৃতী নহে; যে কাজ করিয়া শিক্ষিত হয় নাই unpractical.

অকৃতকার্য

অকৃতকার্য বিণ. চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এমন, অসফল, ব্যর্থমনোরথ। অকৃতকার্য্য বিশেষণ, বিফল মনোরথ; নিষ্ফল; হতাশ। বিশেষ্য, অকৃতকার্য্যতা।

অকৃতকার্যতা

অকৃতকার্যতা বি. ব্যর্থতা, অসাফল্য।

অকৃতকার্য্য

অকৃতকার্য্য বিশেষণ, বিফল মনোরথ; নিষ্ফল; হতাশ। বিশেষ্য, অকৃতকার্য্যতা।

অকৃতকীর্ত্তি

অকৃতকীর্ত্তি বিশেষণ, অকৃতকর্ম্মা; কীর্ত্তিহীন; অকর্ম্মা; অকর্ম্মণ্য। "বিদ্যাসাগর এই অকৃতকীর্ত্তি অকিঞ্চিৎকর বঙ্গসমাজের মধ্যে নিজের চরিত্রকে মনুষ্যত্বের আদর্শরূপে প্রস্ফুট করিয়া"— চারিত্রপূজা।

অকৃতকৃত্য

অকৃতকৃত্য বিশেষণ, অকৃতকার্য্য। ২ অকৃতার্থ। অচরিতার্থ। ৩ কর্ত্তব্য পালনে অক্ষম। ৪ নিরাশ। ৫ অননুষ্ঠিত— কর্ম্মা।

অকৃতঘ্ন

অকৃতঘ্ন বিশেষণ, কৃতজ্ঞ; যে কৃত উপকার মানিয়া চলে; যে উপকার স্বীকার করে; কৃত উপকার স্মরণকারী। স্ত্রীলিঙ্গ, অকৃতঘ্না। বিশেষ্য, অকৃতঘ্নতা, অকৃতঘ্নত্ব।

অকৃতজ্ঞ

অকৃতজ্ঞ akr̥tajña বিণ. উপকারীর উপকার স্বীকার করে না বা মনে রাখে না এমন। । বি. অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ বিশেষণ, কৃতজ্ঞ নয়; উপকার অস্বীকারকারী; উপকারকের সহিত...

অকৃতদার

অকৃতদার akr̥ta-dāra বিণ. অবিবাহিত, দার পরিগ্রহ করেনি এমন। । অকৃতদার বিশেষণ, যে দার পরিগ্রহ করে নাই; অনূ়ঢ়; অবিবাহিত। স্ত্রীলিঙ্গ, অকৃতদারা।

অকৃতনিশ্চয়

অকৃতনিশ্চয় বিশেষণ, অস্থিরীকৃত; অদৃঢ়-সঙ্কল্প। বিশেষ্য, অকৃতনিশ্চয়তা।

অকৃতবিবাহ

অকৃতবিবাহ বিশেষণ, যার বিবাহ হয় নাই; অবিবাহিত; অনূঢ়। স্ত্রীলিঙ্গ, অকৃতবিবাহা।

অকৃতাত্মা

অকৃতাত্মা বিশেষণ, বিফলাত্মা; অনর্থক জীবন। ২ অনাত্মবান্; ঈশ্বরাত্মকতাহীন।

অকৃতাদর

অকৃতাদর বিশেষণ, অনাদৃত। ২ অনাদরকারী। স্ত্রীলিঙ্গ, অকৃতাদরা।

অকৃতাপরাধ

অকৃতাপরাধ akr̥tāpa-rādha বিণ. অপরাধ করেনি এমন, নিরপরাধ। । অকৃতাপরাধ বিশেষণ, নিরপরাধ। ২ নির্দ্দোষ। ৩ ক্রিয়া-বিশেষণ, বিনা অপরাধে; অপরাধ ব্যতিরেকে। স্ত্রীলিঙ্গ, অকৃতাপরাধা।

অকৃতার্থ

অকৃতার্থ akr̥tārtha বিণ. বিফলমনোরথ, অসফল। । অকৃতার্থ বিশেষণ, অকৃতকার্য্য; বিফলমনোরথ। ২ অচরিতার্থ। স্ত্রীলিঙ্গ, অকৃতার্থা। বিশেষ্য, অকৃতার্থতা।

অকৃতাহ্নিক

অকৃতাহ্নিক বিশেষণ, যে দৈনিক ক্রিয়ার অনুষ্ঠান করে নাই; দৈনিক ক্রিয়াহীন। স্ত্রীলিঙ্গ, অকৃতাহ্নিকা।

অকৃতিত্ব

অকৃতিত্ব বিশেষ্য, অক্ষমতা; অযোগ্যতা; অপটুতা।

অকৃতী

অকৃতী akr̥tī (-তিন্) বিণ. 1 অক্ষম, অপটু; 2 সাফল্যহীন। । বি. অকৃতিত্ব। অকৃতী বিশেষণ, যে কৃতী নয়; অক্ষম; অযোগ্য; কার্য্যে অদক্ষ; অপটু। "আমি অতি...

অকৃতোত্তর

অকৃতোত্তর বিশেষণ, যার জবাব দেত্তয়া হয় নাই। স্ত্রীলিঙ্গ, অকৃতোত্তরা।

অকৃতোদ্বাহ

অকৃতোদ্বাহ akr̥todbāha বিণ. (পুং) অবিবাহিত, উদ্বাহ অর্থাৎ বিবাহ করেনি এমন। । অকৃতোদ্বাহ বিশেষণ, অবিবাহিত; আইবুড়। স্ত্রীলিঙ্গ, অকৃতোদ্বাহা। বিশেষ্য, অকৃতোদ্বাহতা, অকৃতোদ্বাহত্ব।

অকৃত্য

অকৃত্য বিশেষ্য, নিন্দিত কার্য্য। ২ বিশেষণ, যা করা উচিত নয়; অকরণীয়। অকৃত্য akr̥tya বিণ. অকর্তব্য, যা কৃত্য বা করনীয় নয়। ☐ বি. অকাজ; কুকাজ।...

অকৃত্যকারী

অকৃত্যকারী বিশেষণ, কুকর্ম্মী। অকৃত্যকারী (-রিন্) বিণ. কূকর্মকারী, যে অকাজ বা কূকাজ করে।

অকৃত্রিম

অকৃত্রিম বিশেষণ, যা কাল্পনিক নহে; স্বাভাবিক। ২ অকপট; ছলশূন্য। প্রয়োগ— অকৃত্রিম স্নেহ বা প্রণয়। ৩ বিশুদ্ধ; অমিশ্রিত; খাঁটি। প্রয়োগ— অকৃত্রিম ঔষধ; অকৃত্রিম সুবর্ণ। অকৃত্রিম...

অকৃপ

অকৃপ বিশেষণ, নির্দয়; অকরুণ। ২ কৃপ (কৃপাচার্য্য) শূণ্য। স্ত্রীলিঙ্গ, অকৃপা। বিশেষ্য, নির্দয়তা; কৃপাশূন্যতা; কৃপার অভাব।

অকৃপণ

অকৃপণ akr̥paṇa বিণ. 1 কৃপণ নয় এমন; 2 উদার, বদান্য (অকৃপণ দান, অকৃপণ ভালোবাসা) ।

অকৃষ্ট

অকৃষ্ট বিণ, অকর্ষিত; যাতে চাষ করা হয় নাই; কর্ষণ করা নহে এমন। প্রয়োগ— অকৃষ্ট ভূমি। ২ অননুশীলিত uncultured. অকৃষ্ট akr̥ṣṭa বিণ. কর্ষণ করা বা...

অকৃষ্টপচ্য

অকৃষ্টপচ্য বিশেষণ, পতিত ক্ষেত্রে স্বয়ং পক্ব।

অকৃষ্ণ

অকৃষ্ণ বিশেষণ, কৃষ্ণবর্ণহীন। ২ বিশেষ্য, পীত বর্ণ। " অকৃষ্ণ বরণে কহি পীতবরণ।"— চৈতন্যচরিত।

অকৃষ্ণকর্ম্মা

অকৃষ্ণকর্ম্মা বিশেষণ, দুষ্কর্মরহিত; নিষ্কলঙ্ক; নিষ্পাপ। " অকৃষ্ণকর্ম্মা শান্তনুতনয়।"— মহাভারত (কালীপ্রসন্ন সিংহ)।

অকেজো

অকেজো বিশেষণ, কার্য্যের অনুপযুক্ত; যদ্বারা কোন কাজ হয় না; যে কোন কাজ করে না; নিষ্কর্ম্মা। ২ যে বা যা কোনো কাজে লাগে না।...

অকেশরপরাগকোষ

অকেশরপরাগকোষ বিশেষ্য, যে পুষ্পবৃন্তে কেশর এবং পরাগ কিছুই নাই; sessile anther.

অকৈতব

অকৈতব বিশেষণ, অকপট; ছলনাহীন; অকৃত্রিম। "অকৈতব কৃষ্ণ প্রেম, যেন জাম্বুনদ হেম।"— চৈতন্যচরিত। "অকৈতবে কৃষ্ণ সেবে করি প্রাণপণ"— শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য। অকৈতব akaitaba বিণ. 1...

অকৈতবে

অকৈতবে akaitabe ক্রি-বিণ. অকপটে, মন খুলে, সরল মনে।

অকৈবল্য

অকৈবল্য বিশেষ্য, কৈবল্য (দ্রষ্টব্য) রাহিত্য।

অকোট

অকোট বিশেষ্য, শুপারি বৃক্ষ ।

অকোপ

অকোপ বিশেষ্য, ক্রোধাভাব। ২ বিশেষণ, অকোপন; অক্রোধ; ক্রোধহীন; শান্ত। ৩ ক্রিয়া-বিশেষণ, ক্রোধ না করিয়া। "অকোপ হআঁ মোর আবথা দেখ"— শ্রীকৃষ্ণকীর্তন। স্ত্রীলিঙ্গ, অকোপা। বিশেষণ,...

অকোবিদ

অকোবিদ বিশেষণ, বিশেষ্য, অপণ্ডিত; নিরক্ষর; অজ্ঞ। স্ত্রীলিঙ্গ, অকোবিদা।

অকোমল

অকোমল বিশেষণ, কঠিন; কর্কশ; নিষ্ঠুর। বিশেষ্য, অকোমলতা, অকোমলত্ব (— ল— )। স্ত্রীলিঙ্গ, অকোমলা।

অঁকোল

বিশেষ্য আঁকড়গাছ। ব্যুৎপত্তি সংস্কৃত অঙ্কোল

অকৌটিল্য

অকৌটিল্য বিশেষ্য, অকুটিলতা; সারল্য।

অকৌশল

অকৌশল বিশেষ্য, কৌশলাভাব; অপটুতা। ২ মনোভঙ্গ; অস্বরস। ৩ বিবাদ; ঝগড়া। "এইরূপে দুইজনে হল অকৌশল।"— মহাভারত (কাশীরাম)। অকৌশল akauśala বি. 1 কৌশলের অভাব, অপটুতা; 2...

অক্কট

বিশেষণ আশ্চর্য। ‘অকট করুণা ডমরুলি বাজঅ’, দোহাকোষ ১১০; ‘অক্কট পণ্ডিঅ’ —চর্যাপদ ৩১। ২ । ব্যুৎপত্তি বৌদ্ধ বাংলা। ‘অকটেতি আশ্চর্য্যং।’— (চর্য্যাচর্য্যবিনিশ্চয় পদ টীকা), ‘অক্কট পণ্ডিঅ =...

অক্কা

অক্কা বিশেষ্য, মাতা; জননী। তুলনামূলক— অত্তা (অম্বা); মুসলমানী শব্দ— অক্কা (মান্যা স্ত্রী, জ্যেষ্ঠা ভগিনী); ফারসী— আকা (মালিক; প্রভু); তুর্কী— আতা (পিতা)]। ২ মৃত্যু;...

অক্কাপাওয়া

অক্কাপাওয়া বিশেষ্য, ঈশ্বরপ্রাপ্তি; স্বর্গলাভ। ২ ক্রিয়া, প্রাণত্যাগ করা; পঞ্চত্ব পাওয়া; মরা। "বাবা অক্কা পেলো,"— বুড়ো বক্কেশ্বর। অক্কা পাওয়া ক্রি. বি. (কৌতু.) মৃত্যুমুখে পতিত হওয়া,...

অক্কাপ্রাপ্তি

অক্কাপ্রাপ্তি বি. (কৌতু.) মৃত্যু।