অগ্নিভ

অগ্নিভ বিশেষ্য, স্বর্ণ। ২ কৃত্তিকা নক্ষত্র। ৩ বিশেষণ, অগ্নিবর্ণ।

অগ্নিভূ

অগ্নিভূ বিশেষ্য, কার্ত্তিকেয়। ২ জল। ৩ বিশেষণ, অগ্নুৎপন্ন।

অগ্নিভূতি

অগ্নিভূতি বিশেষ্য, বৌদ্ধ বিশেষ্য; জৈনদের শেষ আচার্য্য।

অগ্নিমণি

অগ্নিমণি বিশেষ্য, সূর্য্যকান্তমণি; আতসী পাথর lens.

অগ্নিমন্ত্র

অগ্নিমন্ত্র বিশেষ্য, যে মন্ত্রে অগ্নির ন্যায় তেজঃ জ্বালা ও ভাস্বরতা আছে, যা মিথ্যা ও অন্যায়কে ভষ্মীভূত করে ও সাধককে তেজস্বী করে। "স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত...

অগ্নিমন্থ

অগ্নিমন্থ বিশেষ্য, গণিকারিকাবৃক্ষ; গণিয়ারি Premna seratifolia.

অগ্নিময়

অগ্নিময় বিশেষণ, অগ্নিপূর্ণ; অগ্নিদ্বারা পরিব্যাপ্ত। "যথা দূর দাবানল পশিলে কাননে, অগ্নিময় দশ দিশ;" — মেঘনাদবধ কাব্য। অগ্নিময় বিশেষণ, আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি।

অগ্নিমাঠর

অগ্নিমাঠর বিশেষ্য, বাল্কলির শিষ্য ঋগ্বেদাধ্যাপক ঋষি।

অগ্নিমান্

অগ্নিমান্ বিশেষণ, জ্বলন্ত। ২ প্রচণ্ড।

অগ্নিমান্দ্য

অগ্নিমান্দ্য বিশেষ্য, পরিপাক শক্তির হ্রাস; অজীর্ণ রোগ। ২ ক্ষুদামান্দ্য ক্ষুধার অল্পতা। অগ্নিমান্দ্য বিশেষ্য, ১ পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; ২ অজীর্ণ রোগ।

অগ্নিমারুতি

অগ্নিমারুতি বিশেষ্য, অগস্ত্যমুনি। ইনি মেষবেশধারী বাতাপি নামক দৈত্যকে উদরস্থ করিয়া পরিপাক করিয়াছিলেন— (মহাভারত)।

অগ্নিমিত্র

অগ্নিমিত্র বিশেষ্য, রাজা বিশেষ। ইনি পুষ্যমিত্রের পুত্র। শুঙ্গ বংশের রাজা। খৃষ্টপূর্ব্ব ১৫০ সালে প্রাদুর্ভূত হইয়াছিলেন, পতঞ্জলি সমসাময়িক; পতঞ্জলি ইঁহার নামোল্লেখ করিয়াছেন। কালিদাসের নাটক...

অগ্নিমুখ

অগ্নিমুখ বিশেষ্য, দেবতা। ২ চিত্রক বৃক্ষ; ভেলাগাছ। ৪ কুম্কুম। ৫ কুসুমকুল। স্ত্রীলিঙ্গ, অগ্নিমুখী — বিশেষ্য, ভেলাগাছ; বিষলাঙ্গলীয়া বৃক্ষ; কাঁচড়া; গুড়ুচী। ২ গায়ত্রীমন্ত্র। অগ্নিমুখ...

অগ্নিমুখী

অগ্নিমুখী বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, ভেলাগাছ; বিষলাঙ্গলীয়া বৃক্ষ; কাঁচড়া; গুড়ুচী। ২ গায়ত্রীমন্ত্র।

অগ্নিমূর্তি

অগ্নিমূর্ত্তি বিশেষ্য, অগ্নি। ২ বিশেষণ, অগ্নির ন্যায় আকারবিশিষ্ট। ৩ অতিশয় ক্রোধান্বিত; অগ্নিশর্ম্মা। অগ্নিমূর্তি বিশেষণ, অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। ☐ বিশেষ্য, ক্রুদ্ধ অবস্থা, উগ্র...

অগ্নিমূল্য

অগ্নিমূল্য বিশেষণ, বিশেষণ, দুর্ম্মূল্য; মহার্ঘ; উচ্চমূল্য; আক্রা। অগ্নিমূল্য বিশেষণ, অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)।

অগ্নিযন্ত্র

অগ্নিযন্ত্র বিশেষ্য, আগ্নেয় যন্ত্র; কামান; বন্দুকাদি; আগ্নেয়াস্ত্র।

অগ্নিযুগ

অগ্নিযুগ বিশেষ্য, বিপ্লব বা বিদ্রোহের যুগ।

অগ্নিরক্ষণ

অগ্নিরক্ষণ বিশেষ্য, অগ্নিহোত্র; অগ্নিহোত্রগৃহ; অগ্ন্যাধান (পুরাকালে ব্রাহ্মণগণ নিত্য হোম করিতেন ও অগ্নি উৎপাদন করা এখনকার মত সহজসাধ্য ছিল না বলিয়া সযত্নে অগ্নি রক্ষা...

অগ্নিরহিত

অগ্নিরহিত বিশেষণ, নিরগ্নিক। ২ ক্ষুধারহিত।

অগ্নিরেতঃ

অগ্নিরেতঃ বিশেষ্য, স্বর্ণ।

অগ্নিলোক

অগ্নিলোক বিশেষ্য, মেরুর নিম্নস্থ দেশ অগ্নি যার অধিপতি; পুরাণে অন্তরিক্ষ প্রদেশে কল্পিত। কাশীখণ্ডের মতে ইন্দ্রপুরীর দক্ষিণে।

অগ্নিশর্ম

অগ্নিশর্ম্ম ম্মা বিশেষণ, মহাক্রোধী; কোপন স্বভাব। "প্রখরমূর্ত্তি অগ্নিশর্ম্ম, ছাত্র মরে আতঙ্কে।"— রবীন্দ্রনাথ ঠাকুর। ২ বিশেষ্য, কোপন স্বভাব প্রাচীন ঋষি বিশেষ।

অগ্নিশর্মা

অগ্নিশর্ম্মা বিশেষণ, মহাক্রোধী; কোপন স্বভাব। "প্রখরমূর্ত্তি অগ্নিশর্ম্ম, ছাত্র মরে আতঙ্কে।"— রবীন্দ্রনাথ ঠাকুর। ২ বিশেষ্য, কোপন স্বভাব প্রাচীন ঋষি বিশেষ। অগ্নিশর্মা (-র্মন্) বিশেষণ, অত্যন্ত ক্রোধী।

অগ্নিশিখ

অগ্নিশিখ বিশেষ্য, কুঙ্কুম saffron; কুসুম ফুল; করঞ্জ safflower. ২ বিশেষণ, অগ্নিতুল্য অগ্রভাগবিশিষ্ট।

অগ্নিশিখা

অগ্নিশিখা বিশেষ্য, বিষলাঙ্গলিয়া বৃক্ষ। ২ জোঁয়াতা শাক; ওলগাছ। ৩ অগ্নিজ্বালা: আগুনের শিখা। অগ্নিশিখা বিশেষ্য, আগুনের শিখা।

অগ্নিশুদ্ধ

অগ্নিশুদ্ধ বিশেষণ, অগ্নিস্পর্শদ্বারা পবিত্রীকৃত। বিশেষ্য, অগ্নিশুদ্ধি। অগ্নিশুদ্ধ বিশেষণ, ১ আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; ২ কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত।

অগ্নিশেখর

অগ্নিশেখর বিশেষ্য, (ললাটে বহ্নি থাকায়) মহাদেব। ২ বিশেষ্য, কুঙ্কুমবৃক্ষ; কুসুমবৃক্ষ; ঈষলাঙ্গলা। ৩ নটে—  শাক।

অগ্নিষ্টুৎ

অগ্নিষ্টুৎ বিশেষ্য, অগ্নিষ্টোম যজ্ঞ।

অগ্নিষ্টোম

অগ্নিষ্টোম বিশেষ্য, বহু প্রজা সৃষ্টিকল্পনায় প্রজাপতি কর্তৃক প্রবর্ত্তিত পঞ্চদিনসাধ্য বসন্তকালীন যাগবিশেষ। ২ মনু চাক্ষুষের ঔরসজাত নবলাগর্ভসম্ভূত ঋষি। অগ্নিষ্টোম বিশেষ্য, সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ।

অগ্নিষ্ঠ

অগ্নিষ্ঠ বিশেষ্য, কটাহ; কড়া।

অগ্নিষ্বাত্ত

অগ্নিষ্বাত্ত বিশেষ্য, মরীচিপুত্রগণ (উপদেবতাগণ) পিতৃলোক; পরম পিতৃগণ (চন্দ্রলোকবাসী ও অনগ্নি।— ভারতকোষ।

অগ্নিসখ

অগ্নিসখ বিশেষ্য, বায়ু। অগ্নিসখ বিশেষ্য, অগ্নির সখা অর্থাৎ বায়ু।

অগ্নিসখা

অগ্নিসখা বিশেষ্য, অগ্নির সখা অর্থাৎ বায়ু।

অগ্নিসৎকার

অগ্নিসৎকার বিশেষ্য, দাহকার্য্য। অগ্নিসৎকার বিশেষ্য, শবদাহ।

অগ্নিসন্দীপন

অগ্নিসন্দীপন বিশেষ্য, অগ্নিপ্রজ্বালন। ২ জঠরাগ্নি— বর্দ্ধক ঔষধিবিশেষ।

অগ্নিসম্ভব

অগ্নিসম্ভব বিশেষণ, অগ্নি হইতে উদ্ভুত; অগ্নিজ (দ্রষ্টব্য)। স্ত্রীলিঙ্গ, অগ্নিসম্ভবা বিশেষ্য, বনকুসুম ফুল।

অগ্নিসম্ভবা

অগ্নিসম্ভবা বিশেষ্য, স্ত্রীলিঙ্গ, বনকুসুম ফুল।

অগ্নিসংস্কার

অগ্নিসংস্কার বিশেষ্য, অগ্নিদ্বারা শোধন। ২ বিধিপূর্ব্বক দাহাদিকার্য্য; মৃতসৎকার। "অনন্তর অগ্নি সংস্কার করিয়া বানরগণ স্রোতস্বতীতে স্নানার্থ গমন করিল।"— রামায়ণ তত্ত্ব। অগ্নিসংস্কার বিশেষ্য, ১ আগুনে পুড়িয়ে...

অগ্নিসহ

অগ্নিসহ বিশেষণ, আগুনে পোড়ে না এমন, fireproof. অগ্নিসহ মৃত্তিকা fire-clay. অগ্নিসহ ইষ্টক, আগুনে পোড়ে না এমন ইট, fire-brick.

অগ্নিসহায়

অগ্নিসহায় বিশেষ্য, বায়ু। ২ বনকপোত। ৩ অগ্নিবৎ বা অগ্নির সহায়— মধ্যপদলোপী, ষষ্ঠী তৎপুরুষ সমাস] সহগামী।

অগ্নিসাৎ

অগ্নিসাৎ বিশেষণ, অগ্নিতে ভস্মে পরিণত। অগ্নিসাৎ বিশেষণ, ১ আগুনে নিক্ষিপ্ত; ২ সম্পূর্ণ দগ্ধ।

অগ্নিসার

অগ্নিসার বিশেষ্য, রসাঞ্জন।

অগ্নিসেবন

অগ্নিসেবন বিশেষ্য, অগ্নির উত্তাপ উপভোগ; আগুন পোয়ান।

অগ্নিস্তম্ভ

অগ্নিস্তম্ভ বিশেষ্য, ঔষধ বা মন্ত্রবলে অগ্নির দাহিকাশক্তি নিরোধ বা নিবারণ। ২ স্তম্ভাকারে অগ্নি; আগুনের থাম। "তমোময় যমদেশে অগ্নিস্তম্ভ সমজ্বলি উজলিবে দেশ।"—  মেঘনাদবধ...

অগ্নিস্ফুলিঙ্গ

অগ্নিস্ফুলিঙ্গ বিশেষ্য, আগুনের ফিন্‌কি। অগ্নিস্ফুলিঙ্গ্ বিশেষ্য, আগুনের ফুলকি।

অগ্নিস্বাত্ত

অগ্নিস্বাত্ত বিশেষ্য, মরীচিপুত্রগণ (উপদেবতাগণ) পিতৃলোক; পরম পিতৃগণ (চন্দ্রলোকবাসী ও অনগ্নি।— ভারতকোষ।

অগ্নিহোত্র

অগ্নিহোত্র বিশেষ্য, সাগ্নিকের প্রাত্যহিক হোম (অগ্নিহোত্রী বা সাগ্নিকগণ বিবাহ করিয়া শরৎ, বসম্ত বা গ্রীষ্মকালে অগ্নিস্থাপন করিয়া প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় তাতে হোম করেন।...

অগ্নিহোত্রী

অগ্নিহোত্রী বিশেষ্য, নিত্য হোমকর্ত্তা; সাগ্নিক। অগ্নিহোত্রী (-ত্রিন্) বিশেষ্য, সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে।

অগ্নীধ্

অগ্নীধ্ বিশেষ্য, যজ্ঞীয় অগ্নিরক্ষায় নিযুক্ত ব্রাহ্মণ; কর্ম্মাগ্নিরক্ষক ঋত্বিক্ বিশেষ। ২ প্রিয়ব্রত রাজার জ্যেষ্ঠপুত্ত্র; (কাম্যার গর্ভজাত)। "ইনি জম্বুদ্বীপের অধিপতি ছিলেন। পূর্ব্বচিত্তী নাম্নী অপ্সরাকে বিবাহ...

অগ্নীধ্র

অগ্নীধ্র বিশেষ্য, যজ্ঞীয় অগ্নিরক্ষায় নিযুক্ত ব্রাহ্মণ; কর্ম্মাগ্নিরক্ষক ঋত্বিক্ বিশেষ। ২ প্রিয়ব্রত রাজার জ্যেষ্ঠপুত্ত্র; (কাম্যার গর্ভজাত)। "ইনি জম্বুদ্বীপের অধিপতি ছিলেন। পূর্ব্বচিত্তী নাম্নী অপ্সরাকে বিবাহ...

অগ্নীন্ধন

অগ্নীন্ধন বিশেষ্য, আগুন জ্বালান; ঘৃতাহুতির দ্বারা অগ্নিজ্বালন। ২ অগ্নি— জ্বালিবার কাষ্ঠ; জ্বালানি কাঠ।

অগ্ন্যগার

অগ্ন্যগার বিশেষ্য, সাগ্নিকের হোমগৃহ।

অগ্ন্যবতার

অগ্ন্যবতার বিশেষণ, অতিকোপান্বিত; শীঘ্র-ক্রোধী; অগ্নিশর্ম্মা।

অগ্ন্যভাব

অগ্ন্যভাব বিশেষ্য, অগ্নির অবিদ্যমানতা। ২ ক্ষুধামান্দ্য।

অগ্ন্যস্ত্র

অগ্ন্যস্ত্র বিশেষ্য, আগ্নেয়াস্ত্র; কামান, বন্দুক ইত্যাদি। পৌরাণিক যুগের শতঘ্নী, বৃহন্নালীক, ক্ষুদ্র নালীক ইত্যাদি নালাস্ত্র (শুক্রনীতি); নারাচ; বিকর্ণি ইত্যাদি (রামায়ণ মহাভারত)। ২ অগ্নিবাণ (নালাস্ত্র...

অগ্ন্যাগার

অগ্ন্যাগার বিশেষ্য, সাগ্নিকের হোমগৃহ।

অগ্ন্যাধান

অগ্ন্যাধান বিশেষ্য, বেদমন্ত্রদ্বারা অগ্নিস্থাপন; অগ্নিহোত্র যাগ। "পূর্ব্বমৃতা স্ত্রীর যথাবিধি অন্ত্যেষ্টিক্রিয়া নির্ব্বাহ করিয়া পুনরায় দারপরিগ্রহ ও পুনরায় অগ্ন্যাধান করিবেক।"— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বহুবিবাহ)। অগ্ন্যাধান agnyādhāna বিশেষ্য,...

অগ্ন্যালয়

অগ্ন্যালয় বিশেষ্য, আগুন জ্বালা বা রক্ষা করিবার গৃহ বা স্থান।

অগ্ন্যাশয়

অগ্ন্যাশয় agnyāśaẏa বিশেষ্য, পাচন গ্রন্হি, যা থেকে হজমের সহায়ক রস নিঃসৃত হয়, pancreas (বিশ্ববিদ্যালয় পরিভাষা)। ।

অগ্ন্যাস্ত্র

অগ্ন্যাস্ত্র agnyāstra বিশেষ্য, (পৌরাণিক যুগের শতঘ্নী প্রভৃতি এবং আধুনিক যুদ্ধের বন্দুক কামান প্রভৃতি) অগ্নি উদ্গিরণকারী অস্ত্র; আগ্নেয়াস্ত্র। ।

অগ্ন্যাহিত

অগ্ন্যাহিত বিশেষ্য, আহিতাগ্নি; সাগ্নিক।

অগ্ন্যুৎপাত

অগ্ন্যুৎপাত বিশেষ্য, আগ্নেয় পর্ব্বতগর্ভ হইতে অহ্নির উৎপতন; অগ্ন্যুদ্গার। ২ নভস্থ অগ্নিকৃত অশুভসূচক উপদ্রব— উল্কাপাত, বজ্রপাত, ধূমকেতুর উদয় ইত্যাদি। ৩ গৃহ দাহাদি যে কোন...

অগ্ন্যুৎসব

অগ্ন্যুৎসব বিশেষ্য, হর্ষসূচক অগ্নিক্রীড়া; আনন্দব্যঞ্জক অগ্নিপ্রজ্বালন; দোলের চাঁচর । অগ্ন্যুৎসব agnyut-saba বিশেষ্য, ১ অগ্নিক্রীড়া; ২ দোলের চাঁচর, bonfire ।

অগ্ন্যুদ্গম

অগ্ন্যুদ্গম বিশেষ্য, আগ্নেয় পর্ব্বত হইতে অগ্নির উৎপতন বা উৎক্ষেপন। ২ অগ্নির উত্থান; আগুন বাহির হওয়া। অগ্ন্যুদ্গম agnyudgama বিশেষ্য, ১ আগ্নেয়গিরি থেকে আগুন বার হওয়া,...

অগ্ন্যুদ্গার

অগ্ন্যুদ্গার বিশেষ্য, অগ্নিনিঃসারন; অগ্নুদ্গম। অগ্ন্যুদ্গার agnyudgāra বিশেষ্য, ১ আগ্নেয়গিরি থেকে আগুন বার হওয়া, আগ্নেয় পর্বত থেকে অগ্নিময় পদার্থ বার হওয়া; ২ আগুন বার হওয়া।...

অগ্র

অগ্র বিশেষণ, আদ্য; প্রথম ২ অগ্রবর্ত্তী; আগবাড়ান। "সকল কাজে তাকেই দেখি অগ্র।" ৩ প্রধান; শ্রেষ্ঠ। প্রয়োগ— অগ্রমহিষী; অগ্রযোদ্ধা। ৪ বিশেষ্য, উপরিভাগ। "গৃহাগ্রে...

অগ্রকর

অগ্রকর বিশেষ্য, আধিশ্রয়ণিক বিন্দু; অগ্রাংশু focal point.

অগ্রকায়

অগ্রকায় বিশেষ্য, দেহের অগ্রভাগ।

অগ্রগ

অগ্রগ বিশেষণ, যে সকলের অগ্রে বা সকলকে পশ্চাতে করিয়া গমন করে; যে আগে যায়; অগ্রগামী। "মগধরাজ সেনাগণের অগ্রগ হইয়া কহিলেন",— মহাভারত (কালী প্রসন্ন...

অগ্রগণ্য

অগ্রগণ্য বিশেষণ, অগ্রে যার গণনা; সর্ব্বাগ্রে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। প্রয়োগ— পণ্ডিতদিগের অগ্রগণ্য; চোরের অগ্রগণ্য। অগ্রগণ্য বিশেষণ, সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ;...