আলয়অগ্রজ

অগ্রজ

অগ্রজ [অগ্র— জ (জন্— উৎপন্ন হওয়া) ড (কর্তৃবাচ্যে) যে জন্মে— উপপদ সমাস] বিশেষণ, প্রথমোৎপন্ন; জ্যেষ্ঠভ্রাতা; অগ্রজন্মা। “কামরূপী তবাগ্রজ।”— মেঘনাদবধ কাব্য [দ্রষ্টব্য— অগ্রে জন্ম হইলেই অগ্রজ, বা জ্যেষ্ঠ হয়। বহুপত্নীকের প্রধানা পত্নীর গর্ভজাত হইলে অগ্রজ হয় না, জ্যেষ্ঠা স্ত্রীর পূর্ব্বে কনিষ্ঠার সন্তান ভূমিষ্ঠ হইলে সেই অগ্রজ বা জ্যেষ্ঠ হইবে।— স্মৃতিশাস্ত্র] ২ [অগ্রে ব্রাহ্মণের জন্ম বলিয়া] বিশেষ্য, ব্রাহ্মণ। স্ত্রীলিঙ্গ, অগ্রজা।

অগ্রজ বিশেষণ, আগে জন্মেছে এমন। ☐ বিশেষ্য, জ্যেষ্ঠ ভ্রাতা।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র