অগ্নিমূর্ত্তি [অগ্নির মূর্ত্তি — ষষ্ঠী তৎপুরুষ সমাস] বিশেষ্য, অগ্নি। ২ [অগ্নির তূল্য মূর্ত্তি যার— বহুব্রীহি] বিশেষণ, অগ্নির ন্যায় আকারবিশিষ্ট। ৩ অতিশয় ক্রোধান্বিত; অগ্নিশর্ম্মা।
অগ্নিমূর্তি বিশেষণ, অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। ☐ বিশেষ্য, ক্রুদ্ধ অবস্থা, উগ্র অবস্থা।