আলয়অগম

অগম

অগম [ন = অ— গম (যে গমন করে)] বিশেষণ, গতিহীন। ২ [প্রাদেশিক] অথই; অতলস্পর্শ। প্রয়োগ—  মাছটা অগম জলে প্রবেশ করেছে। ৩ বিশেষ্য, [অগ দ্রষ্টব্য] পর্ব্বত। ৪ বৃক্ষ।

অগম agama বিশেষণ, ১ গতিহীন; ২ অগাধ, অথই (অগম জল); ৩ অগম্য, দুর্গম, যাওয়া যায় না এমন (‘মানসলোকের অগম পারে’; রবীন্দ্রনাথ ঠাকুর)। ☐ বিশেষ্য, ১ বৃক্ষ, গাছ; ২ পর্বত। [সংস্কৃত ন+ √ গম্ +অ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র