আলয়অক্ষয়া

অক্ষয়া

অক্ষয়া

বিশেষ্য

  1. বার তিথি ঘটিত যোগ বিশেষ।
  2. সোমবারে অমাবস্যা, রবিবারে সপ্তমী, মঙ্গলে চতুর্থী ও বৃহস্পতিতে অষ্টমী তিথি হলে ‘অক্ষয়া’। এই যোগে অনুষ্ঠিত কর্মফলের ক্ষয় নেই।
  3. যে যোগে বা তিথিতে অনুষ্ঠিত কর্মফল ক্ষয় হয় না।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, অক্ষয় + অ (অস্ত্যার্থে); যাতে অক্ষয় পুণ্য আছে।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র